Header Ads

আলফা স্বাধীন দুই অপহৃত অফিসারকে মুক্তি দিল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আলফা স্বাধীন   অরুণাচল প্রদেশের  তেল কোম্পানি কুইপ -এর দুই   অফিসারকে অবশেষে  মুক্তি দিল। প্রণব  কুমার গগৈ এবং রাম কুমার নামে দুই অফিসারকে ২১  ডিসেম্বর আলফা  কয়েক কোটি টাকার মুক্তি পণ দাবি করে অপহরণ করেছিল। অরুণাচল প্রদেশের এক অরণ্যে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রণব কুমার ডিব্রুগরের বাসিন্দা আর রাম কুমার বিহারের বাসিন্দা।  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল থেকে শুরু করে রাজ্যের অনেক বিশিষ্ট ব্যাক্তি দুজনকে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন। মাস ১৪ দিন বাদ মুক্তি দেওয়া হল। কিন্তু এখনও নিজেদের বাড়ি আসতে পারেনি। সেনাবাহিনী  তাদের জিজ্ঞাসাবাদ করছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.