Header Ads

অসমে ওরাং অভয়ারণ্যে ২ গণ্ডারের মুক্ত বিচরণ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ওরাং অভয়ারণ্যের দুটি গণ্ডার  দলগাঁ অঞ্চলে তাণ্ডব সৃষ্টি  করে। দরং জেলার এই অভ্যারণ্যে  গণ্ডার দুটিকে  ফিরিয়ে পাঠানোর চেষ্টা অব্যাহত আছে। একজন  নিজেদেরের মধ্যেই লড়াইয়ে আহত হয়েছে বলে জানা গেছে। কাজিরাঙা জাতীয় উদ্যান থেকেও একটি গণ্ডার বেরিয়ে এসে মাজুলি  অঞ্চলে  ত্রাসের সৃষ্টি করেছে বলে বন বিভাগ  সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.