করোনা সংক্রমণ,তরুণ প্রজন্মের মধ্যে ছড়াচ্ছে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কমার লক্ষণ নেই। দেশে আজ পর্যন্ত প্রায় ৭ কোটি টিকাকরণ
হলেও এন্টিবডি তৈরি হয়েনি। নতুন
নতুন এলাকা ছড়িয়ে পড়ছে। দেশে ১ কোটি ২৩ লাখ আক্রান্তের সংখ্যা। কোভিড প্রাণ কেড়েছে এক লাখ ৬৩ লাখ মানুষের। মহারাষ্ট্রের অবস্থা সব চেয়ে খারাপ। স্বাস্থ্য মন্ত্রকের
হিসাব গত ২৪ ঘন্টায় ৮১ হাজারের
বেশি লোক আক্রান্ত হয়েছে। মারা
গেছে ৪৬৯ জন।
দিল্লি এইমেসের কর্তা
ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেছেন, দেশের
তরুণ-তরুণীরা কিছু
মানতে চায় না। বেপরোয়া মনোভাব। এই মারণ রোগ তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত
ছড়াচ্ছে। সবকে মাস্ক পরিধান ও দূরুত্ব বিধি মেনে চলার আর্জি
জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ভ্যাকসিন মৈত্রীর উদ্যোগে ভারত প্রায় ৬৪৪ লাখ ডোজ
ভ্যাকসিন বিভিন্ন দেশে সরবরাহ করা হয়েছে। ১০৪ লাখ ডোজ অনুদান হিসাবে সরবরাহ করা হয়েছে।
বাণিজ্যিক ভিত্তিতে ৩৫৭ লাখ ডোজ
এবং ১৮২ লাখ ডোজ
কভ্যাক্সিন উদ্যোগের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই