Header Ads

বিহু উৎসবে স্বাস্থ্য বিভাগের এস ও পি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে করোনা বিপদজনক ভাগে বাড়ছে। সামনে বিহু উৎসব তার জন্যে সরকার এস ও পি জারি করেছে। কোভিড মেনে বিহু আহ্বযক শিল্পী সবকে টিকা নিতে হবে। রাত ১২ তার আগে উৎসব শেষ করতে হবে মন্ডপে বড় বড় গেটের ব্যবস্থা, চেয়ারগুলি  দু-মিটার ফাঁক রেখে বসাতে হবে। গেটে সবার  থার্মাল চেক হবে। জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। কত দর্শক হবে তা আগাম জানাতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.