Header Ads

লামাজুয়ারে ট্রেন ওয়াগনারের সংঘর্ষে হত যুবক

সুব্রত দাস,বদরপুর : লামাজুয়ারে ট্রেন ও ওয়াগনারের ভয়াবহ সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টা নাগাদ লামাজুয়ার কালভার্ট সংলগ্ন মসজিদের সামনে রেল লাইনের উপর।জানা গেছে,লামাজুয়ার এক নম্বর ওয়ার্ডের রেল লাইনের দক্ষিণ দিকে বসবাসকারী আব্দুল নুরের পুত্র সাইদুল আ‌লম টিপ্পু (৩২) তার এস-০১এম-৪৭৮৭ নম্বরের ওয়াগনার নিয়ে ভাঙ্গা বাজার থেকে লামাজুয়ারের বাড়ি ফিরছিলেন।অসাবধানতাবশত যখন ওয়াগনার নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন,তখন লাইনের উপর ওঠার পর তার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ওই সময় দ্রুতগতিতে আসছিল শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি ওয়াগনারে জোর ধাক্কা মেরে প্রায় একশ হাত ঠেলে নিয়ে যায়। এতে একেবারে দুমচে-মুচড়ে যায় ওয়াগনারটি। এরপর রেল লাইন থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ওয়াগনারটি। ঘটনাটি দেখে ও বিকট শব্দ শুনে জড়ো হন আশেপাশের লোকজন। তারা টেনে-হিঁচড়ে গাড়ির ভিতর থেকে বের করেন চালক আসনে বসা গুরুতর আহত সাইদুলকে। ঘটনার পর পাঁচ মিনিটের মতো থেমে আবার গন্তব্যের উদ্দেশে চলে যায়। আহত সাইদুলকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক সাইদুলকে পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর আগেই মাঝরাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তরতাজা যুবক সাইদুল। এরপর মৃতদেহ নিয়ে আসা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার পর জড়ো হন শতাধিক জনতা। ছুটে আসে পুলিশ। শোকের ছায়া নেমে আসে গোটা লামাজুয়ার এলাকায়। সাইদুল রেখে গেছেন স্ত্রী,অবুজ এক পুত্র,এক কন্যা,পিতা-মাতা,ভাই-বোন ও আত্মীয় পরিজন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.