Header Ads

অসমে ডাবল মিউটেন্ট করোনা সংক্রমন, যা ভয়ঙ্কর, দ্রুত ছড়ায়

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে মহারাষ্ট্রের  সংক্রমণ ডাবল মিউটেন্ট কোভিড  সংক্রমণ রাজ্যে প্রথম ডিব্রুগর বিমান বন্দরে  এক যাত্রীর  দেহ থেকে পাওয়া গেছে। এই  ভাইরাস সম্পর্কে  স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ইউকে এবং কালিফনিয়া  ভাইরাসের সংমিশ্রণ এক  ভয়ঙ্কর  ভাইরাস  যা দ্রুত  ছড়ায়। যাকে বি ১৬১৭ ভাইরাস বলা হচ্ছে। তিনি বলেন, এই ভাইরাসের জন্ম এই  ভারতে।  কলকাতা থেকেও এই ভাইরাসের খবর এসেছে। 

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে   অক্সিজেন, আই সি ইউ বেড, রেমডিসিভি সব মজত আছে। গুয়াহাটিতে রোগীর সংখ্যা কমেছে। গুয়াহাটির তিনটি হোটেল   কন্টেন্টমেন্ট জোন হিসাবে ব্যবহার করা হবে। থাকা  খাওয়ার পয়সা রুগীকে দিতে হবে। তবে সরকার বিনামূল্যে  চিকিৎসা পরিষেবা দেবে। তিনি বলেন, লকডাউনের আশংকা নেই। লকডাউনের সিদ্ধান্ত নতুন সরকার নেবে। বলেন, পরিস্থিতি বুঝে এস ও পি পরিবর্তন করা হবে। আবার বলেন, গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালে সব বন্ধ করে দেওয়া হবে। মেট্রিক, উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা, কলেজ হোস্টেল সব বন্ধ করা হবে। কামরূপ দুটি জেলা  ডিব্রুগর, সোনিতপুর, নগাঁও জেলাতে  করোনা ভয়ানকভাবে বাড়ছে।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল সর্বদলীয় বৈঠকে এই পরিস্থিতিতে বিরোধী দল গুলিকে সামিল করেন।কোভিড বিধি মেনে চলার আহবান জানিয়ে রাজ্যবাসীকে বলেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যার ফলে লকডাউন ঘোষণা  করতে হয়। বৈঠকে মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া, ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.