Header Ads

অসম আজ কালে দু-কোটি ভ্যাকসিন পাচ্ছে : হিমন্ত বিশ্ব শর্মা


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম সরকার এক কোটি ভ্যাকসিন পেয়েছে কাল, এক কোটি অর্ডার দেওয়া হবে। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। তিনি বলেন,  সরকারের   আরগ্য নিধির জমা থাকা ১১৬ কোটি টাকা দিয়ে এই ভ্যাকসিন কেনা হবে। অসমে  ক্রমবর্ধমান  করোনা সংক্রমণে উদ্বেগ প্রকাশ করে বলেন, গুয়াহাটিতে প্রতিদিন সংক্রমণ হার হাজার অতিক্রম করলে মে-র পর বিদ্যালয় কলেজে হোস্টেল সব বন্ধ করে দেওয়া হবে। তিনি ইঙ্গিত দেন পরিস্থিতি আরো অবনতি হলে লকডাউনের কথা ভাবা যেতে পারে।  প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, লকডাউন অন্তিম বিকল্প। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার বিষয় টি রাজ্য গুলোর উপর ছেড়ে দিয়েছেন।  আজ জনতা ভবনে এক বৈঠকে তিনি বলেন,  রাজ্যে অতিরিক্ত ৬০ টি কোভিড স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে। বর্তমানে ১২ হাজার রেমসিডিভি আছে। দেশে ১১ এপ্রিল পর্যন্ত টিকার  ৪৪ লাখ ডোজ অর্থাৎ ২৩ শতাংশ নষ্ট হয়েছে বলে  আর টি আই সূত্রে জানা গেছে। সে সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রী বলেন অসমে  নগন্য পরিমান ডোজ নষ্ট হয়েছে।অসমে গত ২৪ ঘন্টায় ১৬৫১ জনের বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন জন।শুধু গুয়াহাটিতে ৭৪২ জন আক্রান্ত হয়েছে। দেশে ২৪ ঘন্টায় প্রায় তিন লাখ ছুঁই ছুঁই  আক্রান্ত। এই সময়ে মৃত্যু হয়েছে ২০২৩ জনের। বলেন, সরকার ১৮ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে।  সেরাম ইনস্টিটিউট  প্রতি কোভিড  ডোজএর দাম ধরেছে ৬০০ টাকা।বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে ৪০০ টাকা করে ডোজ। নাসিকর জাকির হোসাইন হাসপাতালে অক্সিজেন  ট্রাংকার  ফেটে   গ্যাস আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছে। ওই হাসপাতালে ১৩০ জন কোভিড রোগী ছিলেন। ভেন্টিলেশননে ছিল  অধিকাংশ। প্রধানমন্ত্রী এই ঘটনায় শোক  প্রকাশ করেছেন। গত ১৭ এপ্রিল  ছত্রিশগর কোভিড হাসপাতালে  আগুন লেগে চারজন মারা যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.