Header Ads

আনন্দ আশ্রমের গুরুগৃহ

তাপস দেবনাথ

বহুদিন ধরে বাগুইআটি অঞ্চলে গৌতম পাড়ায়  রঞ্জিত সেনগুপ্ত ও তাঁর পত্নী গীতালি সেনগুপ্ত নিজ ভবনে গড়ে তুলেছেন এক অভিনব সংগীত প্রতিষ্ঠান যার নাম ক্যালকাটা মিউজিক এন্ড ডান্স একাডেমি। পাঁচ থেকে পঁচাত্তর বছরের শিল্পী মনের অবাধ যাতায়াত এই আনন্দ আশ্রমে। অর্থাৎ এটা কোন তথাকথিত বাসভবন নয় যেখানে গুরু এবং তার পত্নী খুব যত্ন করে নিজ সন্তান রূপে প্রত্যেককে সংগীত শিক্ষা দেন। তাইতো আজ এই দুর্দিনেও তার ছাত্র-ছাত্রীর সংখ্যা শতাধিক। প্রতিবছর যখন পরীক্ষা হয় এবং তারা যখন ডিস্টিংশন পেয়ে উত্তীর্ণ হন তখন গুরু খুব আনন্দ অনুভব করেন। এখানে যেমন রয়েছে আইপিএস অফিসারদের ছেলে মেয়ে তেমনি সঙ্গেও রয়েছে অতি সাধারন পরিবার রিক্সা চালানো বাবার সন্তান এবং যাদের হয়তো সামান্য পয়সা খরচা করার মতন সামর্থ্য নেই।  কিন্তু ইচ্ছে আছে সংগীত শেখার। সবাইকে নিয়ে এ যেন এক যৌথ পরিবার। সত্যি কথা বলতে ইনি এক ভিন্ন স্বাদের ভিন্ন মাপের মানুষ, যার মূল মন্ত্র হলো সকলকে ভালোবাসা। তার ভালোবাসার মাধ্যমে তিনি সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং পাড়ার সকলের মন জয় করেছেন। তাইতো তার বাড়ির এড্রেস হল ছোটনদার বাড়ি। বাগুইআটি অঞ্চলে ঠিকানা ছাড়াই এনার বাড়ি পৌঁছে যাওয়া যায়। রঞ্জিতবাবু বলেন অতি শৈশব থেকেই তার বাড়িতে সংগীতের চর্চা ছিল। কিন্তু তার বাবা তাকে কখনো কোন ওস্তাদের কাছে ছোটবেলায় নিয়ে যাননি। অগত্যা তাই তার শিক্ষা শুরু হয় তার দিদিদের কাছে। স্কুল শেষ করে তিনি ভর্তি হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, যেখানে এসে তার স্বপ্নের মানুষ অর্থাৎ গুরুদের আশীর্বাদ গ্রহণ করেন এবং প্রতিটি গুরুই তার প্রতিভা দেখে তাকে অনেক আশীর্বাদ করেছেন তাদের আশীর্বাদে আজ এই জয়যাত্রা। তার বাড়ির পাশ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শোনা যায় কখনো রাগ রাগিনী, কখনো বা আধুনিক, কখনো বা ভজন অর্থাৎ সঙ্গীত এর বিভিন্ন রূপে তিনি নিজেকে সাজিয়ে রেখেছেন এবং সবাইকে খুব আনন্দের সঙ্গে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এই অনায়াস প্রচেষ্টার তার কোন বিরাম নেই। তিনি যেমন সংগীতে পারদর্শী তেমনি একক হারমোনিয়াম বাঁধনে তার অসীম ক্ষমতা। বর্তমানে সংগীত জগতে রঞ্জিত সেনগুপ্ত একটি পরিচিত নাম। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ শরীরে সারা জীবন সংগীতের সেবা করে যেতে পারেন এবং এবং তার মাধ্যমে বহু নতুন প্রতিভা জন্ম দিয়ে যেতে পারেন।

[লেখক কলকাতার বিশিষ্ট নৃত্যগুরু।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.