ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর বারুণী স্নানকে ঘিরে ভক্তদের ঢল
সুব্রত দাস,বদরপুর : ঐতিহ্যবাহী ও বহু প্রাচীন মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিকে বারুণীস্নান সহ বারুণী মেলা প্রতি বছরের ন্যায় এবারও ৯ এপ্রিল থেকে কাটিগড়ার সিদ্ধেশ্বরের খেলার মাঠে প্রায় পক্ষকাল ব্যাপী সিদ্ধেশ্বরের বারুণীমেলা বসেছে। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর বারুণী স্নানকে ঘিরে বদরপুরঘাটের ঠান্ডাপুর সংলগ্ন সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দির সহ সংলগ্ন এলাকা
পরিণত হয় দর্শনার্থীদের মিলন মেলায়। গত বছর করোনার প্রকোপে জন্য প্রশাসনের নির্দেশে বারুণী স্নান ও মেলা বন্ধ ছিল। তিথির সময় ধরবে বলে বৃহস্পতিবার রাত থেকে বারুণীর পূণ্যস্নানের জন্য ভক্তদের ঢল দেখা যায়। এই স্নানে বরাক উপত্যকার তিন জেলা এবং ত্রিপুরা রাজ্য ও ডিমাহাসাও জেলার হাজার হাজার পূণ্যার্থী-দর্শনার্থীদের বরাকনদীর দুই পারে এসে সমাগম হয়। এবং সমাগমও ঘটে বহু দুর-দূরান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীদের। প্রতিবছর এই তিথিতে বরাকনদীতে বারুণীস্নানে মিলিত হন হিন্দুধর্মাবলম্বী মানুষ। বারুণীর পূণ্যস্নানে হাজার হাজার মানুষ পূর্ব পুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করেন এবং পিন্ডদানও করেন। কাকভোরে থেকেই বসে থাকেন পুরোহিতরা পূজার্চনার জন্য।
এই বারুণীস্নান একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও বিভিন্ন জাতি, ধর্মীয় মানুষের সমাগমে এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে আজ। এবারও মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনের ব্যবস্থা পাকা হয়ে রয়েছে। কিন্তু ট্রাফিক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশদের। সামনে রয়েছে রেল লাইন। যাতে কোন ধরনের দূর্ঘটনা না ঘটে তার প্রতি পুলিশ প্রশাসন ও সিআরপিফ জওয়ানরা তীক্ষ্ণ নজর রাখতে দেখা গেছে।











কোন মন্তব্য নেই