ধুবরীর ঐতিহ্যমণ্ডিত জাগ্রত মহামায়া মন্দিরের চুরি হওয়া গহনা উদ্ধার
নয়া
ঠাহর প্রতিবেদন, ধুবড়ি : ধুবড়ির পর্বত
জোরা মহকুমার বাগরিবাড়ির
মহামায়া মন্দিরের চুরি হওয়া অলংকার উদ্ধার করেছে, পুলিশ
সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুসেন আলী, হাইবর
আলী, সাইদুল ইসলাম, রূপীযুল
হক, জহিরুল ইসলাম, মঈনুদ্দিন
শেখ, সর্বেশ আলীকে ৪৮/২১ নম্বর
ধারায় ভারতীয় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ তে
অভিযুক্ত করে কোকড়াঝাড়ের আদালতে পাঠানো হয়েছে। বাগরিবাড়ির
রোহিনা বিবি নামে এক মহিলাকে আটক করার পর চুরির ঘটনা ধরা পড়েছে এবং দামি অলংকার
উদ্ধার করা সম্ভব হয় বলে পুলিশ অফিসার তৃনয়ন
ভূঞা জানিয়েছেন।









কোন মন্তব্য নেই