মমতার প্রচারে নিষেধাজ্ঞা, মুখ্য নির্বাচন কমিশনার অবসর গ্রহণ করেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক
মন্তব্য করায় নির্বাচন কমিশন তার প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা আজ রাতে শেষ হচ্ছে।
রাত ৮ টায় প্রচার শেষের আধ
ঘন্টা আগে তিনি গান্ধী প্রতি মূর্তির তলে ধর্ণায় বসবেন। এদিকে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিদির দুষ্ট ছেলেদের জব্দ করতে বার বার শীতল
কুচির মত ঘটনা ঘটানো হবে বলে হুমকি দেওয়ায় নির্বাচন কমিশন তাকে শোকজ করে
আগামীকাল ১০ তার মধ্যে জবাব চেয়েছে। বিজেপি প্রার্থী রাহুল সিংহকেও ৪৮ ঘণ্টা প্রচার বন্ধের নোটিশ ধরানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ইসলামপুরে রোড শো করেন।
নাগরাকাটাতে জনসভা করেন। তিনি অভিযোগ করেন এন আর সি
নিয়ে দিদি মানুষকে ভুল বোজাচ্ছেন। এই আইন নেপালি সাম্প্রদয়ের রাজ
নৈতিক অধিকার সুনিশ্চিত হবে। এই গোর্খা জনগোষ্ঠীর কয়েকটি উপজাতি গোষ্ঠীকে
তপশীল ভুক্ত করার আশ্বাস দেন। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফা নির্বাচনের
আগে দিন হাটা, রায়না, দুর্গাপুর, নোয়াপুর বোমাবাজি
সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই নির্বাচন চলার মধ্যে দেশের
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা অবসর গ্রহণ করেন দায়িত্ব নিলেন সুশীল
চন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা গান্ধীর মূর্তির তলে অবস্থান ধর্মঘট করার সময় মন দিয়ে
ক্যানভাসে রং বুলিয়ে ছবি আঁকলেন। সেই শিতলকুচির ১২৬ নম্বর বুথের
নির্বাচন বাতিল করা হল। খেলা হবে
শব্দের জন্মদাতা এবার
অন্য এক আপত্তিকর মন্তব্য করায় কমিশন নোটিশ দিলেন। নন্দীগ্রামের প্রার্থী
শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিল নির্বাচন
কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুশীল চন্দ্র আসার পর বিজেপি কর্মীদের। দেদার নোটিশ দেওয়া শুরু হয়েছে। শিব সেনার
মুখপাত্র সঞ্জয় রাওয়াট আজ
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বলেন, নির্বাচন কমিশন মমতাকে নানাভাবে
বাধা দিচ্ছে।









কোন মন্তব্য নেই