কোভিড আক্রান্তের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে, তৃতীয় ভ্যাকসিন আসছে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা সংক্রমণে ভারত এগিয়ে যাচ্ছে। ১১ এপ্রিল
থেকে দিবসে টিকা উৎসব শুরু হয়েছে। এর মধ্যে টিকার অভাব লক্ষ করা যাচ্ছে। তার
মধ্যে ভালো খবর ভারতে তৃতীয় ভ্যাকসিন হিসাবে স্পুটনিক
ভি কে অনুমোদন দেওয়া হয়েছে। সেন্ট্রাল
ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল
অর্গানাইজেশন জরুরিকালীনভাবে ব্যবহারের অনুমোদন জানিয়েছে। এখন দেশে কভ্যাক্সিন
ও কোভিশিল্ড নামে দুটি ভ্যাকসিন চলছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ ৬১ হাজার ৭৩৫ জন
আক্রান্ত হয়েছে। মৃত্যু
হয়েছে ৮৭৯ জনের। সুপ্রিম
কোর্টের ৫০ শতাংশ
কর্মী আক্রান্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির ব্যবস্থা
হয়েছে। মহারাষ্ট্রে সম্পূর্ণ
লকডাউনের চিন্তা ভাবনা চলছে। উত্তরাখন্ড, কর্ণাটক,
পঞ্জাব, কেরালা,
ছত্রিশগর, তামিলনাড়ু,
রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ,
চন্ডীগর দিল্লি
প্রভৃতি রাজ্যে করোনার দ্বিতীয় তৃতীয় ওয়েভ
দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। উত্তরাখন্ডের হরিদ্বারে কুম্ভমেলা যে লাখ লাখ ভক্ত প্রাণ মানুষ
গঙ্গা নদীতে ডুব দেন। সেখানে সংক্রমণের সম্ভবনা
অনেক বেশি। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া চলছে। ২৯ এপ্রিল
শেষ নির্বাচন। প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় বিশাল সভা রোড শোগুলোতে শারীরিক দূরত্ব বিধি মানা
হচ্ছে না। অসমে বিহু উৎসব চলছে। রাত ১১ টা
পর্যন্ত বিহু উৎসব পালনের এস ও পি জারি করেছে সরকার। রাজ্যপাল জগদীশ মুখী কোভিড
প্রটোকল মেনে উৎসব পালনের আর্জি জানিয়েছেন। কিন্তু অসমে সংক্রমণ বেড়েই
চলছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, প্রতিদিন এক লাখ কোভিড টেস্ট করার লক্ষ্য মাত্রা
ধার্য হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনের মধ্যে আছে। তাই এখন বিদ্যালয় বন্ধের
চিন্তা করা হয়নি।









কোন মন্তব্য নেই