Header Ads

পরলোকে কালাইনের রাণা পাল

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরলোক গত হলেন কালাইনের বিশিষ্ট ব্যবসায়ী তথা আরএসের পশ্চিম কাছাড় জেলার ধর্ম জাগরণ প্রমুখ বিশ্বজিত পাল ওরফে রাণা পাল। গত ২১ এপ্রিল থেকে তিনি শিলচর মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধজনকে রেখে গেছেন। কাটিগড়ার সর্বত্র তিনি রাণা পাল নামেই বেশি পরিচিত ছিলেন। ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে হাতেখড়ি। রাণা পাল কাটিগড়ার গেরুয়া দলে এক পরিচিত নাম। বছর কয়েক থেকে তিনি রাজনীতি থেকে সরে এসে আরএসএসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। বিগত দিনে অযোদ্ধায় রাম মন্দির নির্মাণের জন্য হওয়া নিধি সংগ্রহ অভিযানে তিনি বিশেষ ভূমিকায় ছিলেন বলে জানা যায়। উনার প্রয়াণে সংঘ পরিবার সহ গোটা কাটিগড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, মঙ্গলবার বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতনে স্বর্গীয় রাণা পালের উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংঘের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ অভিজিৎ দাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে দাস জানান, সদ্য আইসিইউতে এডমিট থাকাকালীন সময়ে স্বর্গীয় রাণা পালের শেষ বার্তা ছিল, 'সর্বে সুখিনঃ ভবন্তু সর্বে সন্তু নিরাময়া ওম শান্তি ওম শান্তি।' তিনি পালের কর্মময় ও সমাজহিতৈষী ব্যক্তিত্বের কথা তুলে ধরেন। সভার শেষে বিদেহী আত্মার চিরশান্তি কামনার্থে এক মিনিট নিরবতা পালন করে পূর্ণতা মন্ত্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.