Header Ads

এবারও নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজর বন্দি করল নিবার্চন কমিশন

কলকাতা বীরভূম জেলার তৃনমূল কংগ্রেস সভাপতি  অনুব্রত মণ্ডলকে এবারও নির্বাচন কমিশন  ২৯ এপ্রিল শেষ। নির্বাচনের আগে নজরবন্দি করে। ২০১৬-২০১৯ সালেও কমিশন অনুব্রতকে কমিশন নজরবন্দি করেছিল। এই নেতা মখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছের মানুষ। সবাই তাকে সমীহ করে চলে। গরু পাচার চক্রে সি বি আই তাকে তলব করেছে। "খেলা হবে"  বলে   জোড়া শব্দের জনক  অনুব্রত আজ নজরবন্দির পর বলেন, "খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে।"তার এই উস্কানিমূলক কথা বার্তা  তাকে বিখ্যাত করে তুলেছে। ভোটের দিন যাতে খুশি মত কাজ করতে না পারে তার জন্যে কমিশন আজ থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত তাকে নজর  বন্দি করে।  পশ্চিমবঙ্গে অশান্তি ছাড়া ভোট হয় না। আট দফা ভোট ছিল সাত দফাতেই অশান্তি হয়েছে। শেষ ভোট ২৯ এপ্রিল। অশান্তি আটকাতে ৭৫৩ টি কেন্দ্রীয় বাহিনী  মোতায়েন করা হবে। কিন্তু অশান্তি  আটকানো যাবে কিসহজ উত্তর যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ অশান্তির  সঙ্গে ঘর করতে ভালো পায়। রাজ্যের উন্নয়ন তাদের কাম্য নয় ঘড়ির কাঁটাকে উল্টো দিকে নিয়ে যাবার প্রতিযোগীতাই  বাঙালিদের কেউ টেক্কা দিতে পারবে না।  কারণ অনুব্রত মণ্ডলদের স্থায়ী ঠিকানা এই বাঙলাতেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.