সকালে প্রবল ভূমিকম্পে গুয়াহাটি থর থর করে কেঁপে উঠল, রিখটার স্কেল ছিল 6,7
নয়া ঠাহর,গুয়াহাটি:আজ সকাল 7টা51 মিনিট ,758 মিনিট এবং8,1 মিনিটে পর পর তিনবার গুয়াহাটি মহানগর থর থর করে কেঁপে উঠে। প্রথম টা রিখটার স্কেল ছিল 6,7 । পরের দুটি ছিল মৃদু ভূমিকম্প।এই ভুমিকেন্দ্রের অভিকেন্দ্র ছিল সোনিতপুর জেলার তেজপুর ।গণেশগুরিি ভি কে টাওয়ার, তাজ ভিভান্ট হোটেল সহ বহু অট্টালিকা ক্ষতি হয়েছে। এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেন্সিবাজার ,,পল্টনবাজার,পানবাজার সহ শহরের হাজার হাজার মানুষ প্রানের ভয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সোনিতপুর নওগাঁ, ডিব্রুগর,সহ রাজ্যের অধিকাংশ জেলা কেঁপে উঠে। উত্তর বঙ্গ ,পশ্চিমবঙ্গ,বিহারের কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। ইদানিং কালে ভূমিকম্পের এমন ঝাঁকুনি দেখা যায় নি।রাতে ছিল নাইট কারফিউ। ভোরে স্বল্প বৃষ্টি , তারপর এই তিনবারের মৃদু ভূমিকম্পের ঝাঁকুনি করোনার আতঙ্ক কে ও ছাপিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেছেন অসমের বড় ভূমিকম্প তাতে ক্ষতি হয়েছে কেন্দ্র পাশে আছে সব ধরণের সাহার্য্য করবে।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল, স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও টুইট করেছেন।তিনি বাড়ির ফাটালের ছবি দিয়েছেন।অসম সরকার প্রতি জেলার ক্ষয় ক্ষতি র হিসাব নিকাশ করছে। রাজ্যের জেলার ক্ষয় ক্ষতি জানাবার জন্যে রাজ্যের দুর্যোগ প্রশমন বিভাগের উপ সচিব ধীরাজ সাউদ জরুরি নম্বর দিয়েছেন জেলার খবর জানাতে 1077 ও গুয়াহাটির খবর 1070 ,1079 এই জরুরি টোল ফ্রী নম্বরে জানাতে বলা হয়েছে।








কোন মন্তব্য নেই