নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : করিমগঞ্জ শহরে এক বিটুমিন ট্রাংক থেকে এক মৃতপ্রায় ছাগল ছানাকে উদ্ধার করিমগঞ্জের পশুপ্রেমী সংগঠন "হৃদয়", "ফিড দা স্ট্রে" ও রবিনহুড আর্মির সদস্যরা। মিটন রায়, বাবলা কর, দীপক আচার্য্য, সাউনি চৌধুরী, বিন্দা দত্ত, রাইমা প্রমুখ পশুপ্রেমীরা। তাদের এই সেবা সকলের প্রসংশা কুড়িয়েছে।
কোন মন্তব্য নেই