রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ
সনোয়াল আজ দাবি করেন, রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে জনগণ যদি কোভিড বিধি না মানে পরিস্থিতি
হাতের বাইরে চলে যায় তবে লকডাউন ঘোষণা ছাড়া গত্যন্তর থাকবে না।
কংগ্রেস সভাপতি রিপুন বরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন
বিজেপি প্রটোকল ভঙ্গ করে কোভিড নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করে চলেছে। এই সম্পর্কে
মুখ্যমন্ত্রী বলেন, কোভিড
সংক্রমণে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দেশ
বিদেশের সঙ্গে কথা বলে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি বরাক ব্রহ্মপুত্র
উপত্যকার মানুষের স্বাস্থ্য
সুরক্ষার ক্ষেত্রে সরকার দায়বদ্ধ বলে
মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ৪৬০ টন
অক্সিজেন মজুত রাখার ব্যবস্থা আছে। দেশের মধ্যে একমাত্র অসমে অক্সিজেন মজুত
ভান্ডার অনেক বেশি ৩০টি বড় ট্যাংকার আছে। আগামী ১০ দিনে
সমস্যা নেই। তিনি বলেন, আজ থেকে সারুসজাইয়ে ৪৩০টি
বেডের হাসপাতাল চালু করা হয়েছে। আই সি ইউ বেড, সাধারণ বেড সব আছে
সমস্যা নেই। ক্লাস ফাইভের বদলে
ক্লাস এইট পর্যন্ত যে সব বিদ্যালয়ে ১০০ জনের
বেশি সংক্রমিত হয়েছে, সেই সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করে নতুন এস ও পি
লাগু করা হয়েছে। ক্লাস নাইন টেন, কলেজে ৫০ শতাংশ ছাত্র উপস্থিত থাকবে
কোভিড বিধি মেনে ক্লাস চলবে।









কোন মন্তব্য নেই