রাজ্যে নতুন করে আক্রান্ত ৫৯০ জন, একজনের মৃত্যু
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসে। অসমবাসীর মনে বাড়ছে উদ্বিগ্নতাও।বৈশাখ বিহুর আনন্দের মাঝেই করোনার সংক্রমণ ক্রমে গুরুতর রূপ নিচ্ছে। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আরম্ভ হওয়া অসমে মঙ্গলবার নতুন করে ৫৯০ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মঙ্গলবার মারণ করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া উক্ত ব্যক্তি অসমের কামরূপ মহানগর জেলার।
মঙ্গলবার
শুধুমাত্র কামরূপ মহানগর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৪৯ জন ব্যক্তি।
সেভাবে,
সর্বাধিক করোনা আক্রান্ত অসমের অন্য জেলাগুলোর ভিতর ডিব্রুগড় জেলায় ৭৪
জন, কামরূপ গ্রাম্য জেলায় ৪৮ জন এবং যোরহাট জেলায় ২৮
জন অতিমারি করোনায় আক্রান্ত হয়েছেন।
অসমে
এদিন মোট ৫৯,৩১০ জন ব্যক্তির করোনা টেস্ট করা হয়েছিল। সেভাবে
এদিন করোনা সারিয়ে আরোগ্য লাভ করা ব্যক্তির সংখ্যা হচ্ছে ৫২ জন। অসমে এখন মোট
সক্রিয় করোনা রোগীর সংখ্যা হচ্ছে ২,৯২৪ জন।
অন্যদিকে
সোমবার অসমে ৫৮৩ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অবশ্য এদিন করোনা
আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারাননি।
সোমবার
শুধুমাত্র অসমের কামরূপ মহানগর জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৯৩ জন ব্যক্তি।
সেভাবে, সর্বাধিক আক্রান্ত অসমের অন্য জেলাগুলোর ভিতর
কামরূপ গ্রাম্য জেলায় ৪৮ জন, অসমের ডিব্রুগড় জেলায় ৪৩ জন এবং নগাঁও জেলায় ২৯
জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন।
অসমে
রবিবার ৩৫২ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং রবিবার অসমে করোনা
সংক্রমণে একজনের প্রাণ যায়। অসমে এদিন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি
লক্ষিমপুরের ছিলেন।
রবিবার
শুধুমাত্র অসমের কামরূপ মহানগর জেলায় করোনা আক্রান্ত হয়েছিলেন ১৮৬ জন। সেভাবে
অসমের অন্য জেলাগুলোর ভিতর ডিব্রুগড় জেলায় ২৩ জন, নগাঁও
জেলায় ১৮ জন এবং উজান অসম তিনসুকিয়ায় ১৭ জন করোনায় আক্রান্ত হন।
অসমে
প্রথম থেকে এখনো পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা হচ্ছে ২,২১,৪৮৩ জন।
সেভাবে অসমে করোনায় মৃত্যু হওয়া মোট ব্যক্তির সংখ্যা হচ্ছে ১,১১৯জন।
এখনো পর্যন্ত অসমে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,১৬,০৯৩ জন।
এদিকে
পশ্চিমবঙ্গেও হু হু করে সংক্রমণ বাড়ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা এখন প্রায় ৫ হাজার
।এমন কঠিন পরিস্থিতিতেও সমানে চলেছে রাজনৈতিক সভা, মিটিং,
মিছিল, জমায়েত, পদযাত্রা।
হৈ হুল্লোড় দেখে কেউ বলবে না যে করোনা আছে।
এ
অবস্থায় একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত যে কোনও জমায়েতে
মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করেছে কলকাতা হাইকোর্ট।









কোন মন্তব্য নেই