গুয়াহাটি আই আই টি তে সহপাঠীকে ধর্ষণ, গ্রেফতার
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের মধ্যে
অন্যতম প্রথম সারির গুয়াহাটির আই আই টিতে সহপাঠীকে ধর্ষনের ঘটনায়
শিক্ষা জগতকে
নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় মুম্বাইয়ের অভিযুক্ত ছাত্র উৎসব
কদমকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গুজরাটের ছাত্রী মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিঙের
ছাত্রী বলে জানা গেছে। পুলিশ সূত্রে
জানা গেছে, ২৮ মার্চ
রাতে উভয়ে মদ্য পান করার পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিঙের উৎসব কদম নামের
ছাত্রটি সহপাঠীকে ধর্ষণ করে গুজরাটের ছাত্রীটি
অচেতন হয়ে পড়লে পরিস্থিতির অবনতি হয়, প্রথমে আই আই টি চিকিৎসালয়ে পরে গুয়াহাটি
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩০ মার্চ
উত্তর গুয়াহাটি পুলিশ থানায় ৫৩/২১ ইউ এস ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ছাত্রটিকে
কামরূপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানোর পর জেলে পাঠানো হয়েছে। আই আই
টি কর্তৃপক্ষ এক তদন্ত কমিটি গঠন করেছে। এই নামি ইনস্টিটিউশনে
বার বার অপরাধ জনিত ঘটনা ঘটে চলেছে বলে
আমিনগাঁও অঞ্চলের বাসিন্দারা অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই