Header Ads

মন্ত্রী পীযুষ হাজারিকারর মোবাইল বাজেযাপ্ত, গ্রেফতারের দাবি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মন্ত্রী পীযুষ হাজরিকার মোবাইল  বাজেয়াপ্ত করা হয়েছে। জাগিরোড  বিধানসভা কেন্দ্রের প্রার্থী হাজরিকা  সাংবাদিকদের ফোনে হুমকি দেন সেই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন কঠোর   স্থিতি গ্রহণ করেছে। তার মোবাইল মরিগাঁও পুলিশ থানা বাজেয়াপ্ত করেছে। মন্ত্রীর কণ্ঠস্বর পরীক্ষার জন্য অডিও ক্লিপ ফরেনসিক ল্যাবরেটরি যে পাঠানো হয়েছে বলে পুলিশ  সূত্রে জানা গেছে। প্রতিদিন টাইমের সাংবাদিক নজরুল ইসলাম, প্রাগ  নিউজর সাংবাদিক  তুলসী  মান্তরার  মোবাইল ও পুলিশ বাজেয়াপ্ত করেছে। মন্ত্রী "ঘর থেকে বার করে এনে পা ভেঙে দেব, দেখে নেবো- "ইত্যাদি অভব্য বাক্য  ব্যবহার করেছিলেন বলে সাংবাদিকরা  লিখিত অভিযোগ  করে ছিলেন।  এই অভিযোগে মন্ত্রীকে  থানায়  হাজির হয়ে নিজের  স্পষ্টী করণ দেওয়ার  নির্দেশ দেওয়া হয়,। জাফা, দিসপুর প্রেস ক্লাব, গুয়াহাটি প্রেস ক্লাব ইত্যাদি সাংবাদিক সন্থা প্রতিবাদ  করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.