Header Ads

কোভিড রিপোর্ট নেগেটিভ ছাড়া কামাখ্যা মন্দির দর্শন করা যাবে না,আর লকডাউন হবে না আশ্বাস মুখ্যমন্ত্রীর


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে করোনা সংক্রমণ  বেড়েই চলেছে। গতকাল  রাজ্যে ৬৮ হাজারের বেশি মানুষকে কোভিড টেস্ট করা হয়। গুয়াহাটি  শহরে গত ২৪ ঘন্টায় ১৪৬ জনের দেহে  সংক্রমণ  ধরা পড়ে।গুয়াহাটি রেল স্টেশনে প্রায় ৫০০ যাত্রীকে পরীক্ষা করে ১৯  জনের দেহে কোভিড  ধরা পড়েছে। দেশের তীর্থ চুরামনি বলে খ্যাত কামাখ্যা ধামে তিন জন  ভক্তের এই রোগ  ধরার পর  কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে নেগেটিভ রিপোর্ট ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা মত আজ থেকে করোনা উৎসব শুরু হয়েছে। লামডিং সহ কয়েকটি জেলাতে টিকার অভাব ঘটেছে। সরকার অবশ্য তা মানতে  চাই না। কোভিড 

সংক্রমণের মধ্যে জাতীয় উৎসব বিহু শুরু হবে, হাজার হাজার  দর্শক রাত ভোর উৎসব উপভোগ করবে।সরকার এস ও পি লাগু করে বলেছে রাত 12 টার  মধ্যে  অনুষ্ঠান শেষ করতে হবে। অধিকাংশ বিহু কমিটি  তা মানতে  চাইছে না। তবে বিশিস্ট সংগীত শিল্পী  জুবিন গার্গ এবং পাপন  কোভিড  প্রটোকল মেনে  বিহু উৎসব পালন করতে চাইছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  দুজনেই আশ্বাস দেন রাজ্যে লকডাউন হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.