Header Ads

সংঘের কার্যকর্তা এক একটি জলন্ত প্রদীপ : ক্ষৌনিশ চক্রবর্তী

সুব্রত দাস,বদরপুর : বদরপুর সন্দীপন বিদ্যাপীঠের উদ্যোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক প্রয়াত গৌরী শঙ্কর চক্রবর্তীর এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করেন শুক্রবার মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠে। এই অনুষ্ঠানে সংঘ পরিবার ও বিভিন্ন সংগঠনের কার্যকর্তা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রান্ত সম্পর্ক প্রমুখ ক্ষৌনিশ চক্রবর্তী বলেন,গৌরী শঙ্কর চক্রবর্তী এমনে এমনি গৌরীদা হন নি। উনি উনার একনিষ্ঠ কাজের জন্য হয়েছ।তিনি সবাইকে নিয়ে জীবনের শেষ দিনেও রাষ্ট্রের কাজ করে গেছেন। কোন কৃতিত্ব একলা নিতে চান নি। এইভাবে গৌরীদা তপস্বী জীবন ও রাষ্ট্র আরাধনা করে গেছেন। ক্ষৌনিশ চক্রবর্তী বলেন,সংঘ কার্যকর্তা এক একটি জলন্ত প্রদীপ। যেভাবে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ প্রজ্বলিত হয়। প্রথম প্রদীপ যেভাবে আলো বিতরণ করে,দ্বিতীয় প্রদীপটিও ঠিক সেভাবে আলো বিতরণ করে এবং সেই আলো থেকে হাজার হাজার প্রদীপ প্রজ্জলিত হয়। তিনি বলেন,এক দীপ সে বহু দীপ প্রজ্বলিত। ঠিক সেই ভাবে গৌরীদা অনেককে অনেক ভাবে প্রজ্বলিত করে গেছেন এবং এই প্রজ্বলিত থেকে হাজার হাজার স্বয়ংসেবক তৈরি হয়েছে। আমরা প্রজ্বলিত হয়েছি বা যে সব সংগঠনগুলি প্রজ্বলিত হয়েছে এমন তাদেরও সেই প্রজ্বলিত দীপ একশে-হাজার, হাজারসে-লাখ,লাখসে-করোর দীপ প্রজ্বলিত করতে হবে। যদি ঠিক সেই ভাবে আমরা প্রদীপ প্রজ্বলিত করতে পারি যেমন - গৌরী শঙ্কর চক্রবর্তীর পিতা খগেন্দ্র চন্দ্র চক্রবর্তীর সাত ছেলে এবং তার পরিবারের প্রেরণা থেকে হাজার হাজার স্বয়ংসেবক তৈরি হয়েছে ঠিক আমরা যদি সেই ভাবে প্রজ্বলিত করে কার্যকর্তা তৈরি করতে পারি,যে লক্ষ্যে আমাদের সংঘ প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার তিনি যে স্বপ্ন দেখেছিলেন দেশকে "পরং বৈভবং নেতুমেতৎ স্বরাষ্ট্রম্" দেশকে পরম বৈভবে নিয়ে যাওয়ার যা প্রভাবে আমরা সমর্থ হব আর তখনই আমাদের গৌরীদার প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের সভাপতি দুখোরঞ্জন গোস্বামী,সম্পাদক নিত্যানন্দ ভট্টাচার্য,বিদ্যাপীঠের প্রধান আচার্য পিংকু মালাকার, বিদ্যাপীঠের আচার্য-আচার্যারা,শিবপ্রসাদ নাথ চৌধুরী প্রমূখ। শুরুতে বিদ্যালয়ের শিক্ষক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সব শেষে এক মিনিটের নিরবতা পালন করা হয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.