শীতলকুচিতে গণহত্যার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : মমতা, ২ মে মমতা রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন : অমিত
অমল গুপ্ত, গুয়াহাটি : পশ্চিমবঙ্গে নির্বাচনের ৫ দফার আগে শীতলকুচিতে পাঁচ যুবকের হত্যা কান্ডে পশ্চিমবঙ্গের রাজ নীতি উত্তপ্ত হয়ে উঠেছে। অমিত,- মমতা বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রোড শো থেকে মমতার উদ্দেশে বলেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দিদি লাগাতার কুৎসা রটিয়েছে। শীতলকুচি বুথে শান্তি পূর্ণভাবে ভোট চলছিল, তখন অজ্ঞাত পরিচয়ের মানুষ হঠাৎ হামলা চালায়। কেন্দ্রিয় বাহিনীর বন্দুক ছিনতাই করার চেষ্টা করে তখন বাহিনী বাধ্য হয়ে গুলি চালায়। চার জন নিহত হন। এই ঘটনাকে দুরভাগ্যজনক বলে মন্তব্য করে বলেন, চার জনের জন্যে মমতার চোখের জল ঝরে অথচ ওই বুথে বিজেপির সমর্থক আনন্দ বর্মনকে দুস্কৃতিকারীরা যখন গুলি চালিয়ে হত্যা করে তখন দিদির চোখ দিয়ে কিন্তু জল পরে না। দিদি তোষণের রাজনীতি করছেন। বামপন্থী আর তৃণমূলকে দোষারোপ করে বলেন, খুনের রাজ নীতিকে মদত দিচ্ছে, দিদির উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে ঘোরালো করেছে। মমতার পদত্যাগের দাবি সম্পর্কে বলেন, বাংলার মানুষ চাইলে তিনি পদত্যাগ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মতুয়া সমাজ, রাজবংশী, নম: শুদ্র, জনগোষ্ঠীর জন্যে দিদির প্রাণ কাঁদে না। কা আইনটি বাস্তবায়িত হলে এই সব জনগোষ্ঠীর মানুষ নাগরিকত্ব পাবে তা কেন দিদি চাইছেন না । বলেন, দিদির দিন ঘনিয়ে এসেছে, পয়লা বৈশাখ বাংলার নব বর্ষের পরদিন ২ মে তিনি পদত্যাগ করবেন রাজ্যপালের কাছে। বিজেপি ১৯৯ টি আসনে জিতে সরকার গড়বে। হিংসার রাজনীতি বন্ধ হবে।মুখ্যমন্ত্রী মমতা তো আজ সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্টে মন্ত্রীকে 'অদক্ষ' বলে অভিযোগ করেন, তাদের নির্দেশেই কেন্দ্রবাহিনী নির্বাচন, কমিশন চলছে। তিনি বলেন, তাকে আটকাবার জন্যে ৭২ ঘন্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিনি নির্বাচন কমিশনকে কাঠ গোড়ায় তুলে বলেন, গুলি চালানোর ঘটনার তথ্য চেপে যাবার ষড়যন্ত্র করছে কমিশন। কমিশন কেন্দ্রবাহিনীকে ক্লিনচিট কেন দিচ্ছে। কালকের ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন মমতা। পশ্চিম বঙ্গ সরকার নিহত ব্যক্তিদের ৫ লাখ টাকা এবং আহতদের লাখ টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করেছে। আজ রাজ্যে তৃণমূল কর্মী নেতারা বুকে কাল ব্যাজ পরে প্রতিবাদ দিবস পালন করে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন মমতার দুষ্ট ছেলেদের কি ভাবে জব্দ করতে হয় তা তাদের জানা আছে। আরও শীতলকুচি হবে। তৃণমূল সংসদ সুখেন্দু শেখর রায় বিজেপি সভাপতিকে গ্রেফতার করার দাবি জানিয়েছে। আজও রাজ্যের বিভিন্ন জেলাতে বিজেপি কংগ্রেস কর্মী নেতাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিত্যানন্দ রাই ও নির্বাচনী প্রচারে কলকাতা আসেন। আজ বর্ধমানে মমতার রোড শো ছিল। তিনি যথারীতি পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ার এ ছিলেন। গতকাল ও তিনি অভিযোগ করেছেন বিজেপি তার পা ভেঙে দিয়েছে। দুদিন আগে বলেন, এই এক ভাঙা পায়ে তিনি বাংলা জয় করবো,দু পায়ে দিল্লি দখল করবো।









কোন মন্তব্য নেই