উত্তরপ্রদেশে এক সাংবাদিককে পশুর মত চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে
নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক :
উত্তরপ্রদেশের হাত রসে ধর্ষণের অভিযোগ নিয়ে রিপোর্টিং করতে গেলে কেরালা
জার্নালিস্ট ইউনিয়নের সদস্য সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে পুলিশ গতবছর ৫ অক্টোবর ইউ এ পি এ আইনে গ্রেফতার করে। সে অসুস্থ করোনা আক্রান্ত, তাকে মথুরার এক হাসপাতলে
বেডে চেন দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছে। তার পত্নী রেইহানা কাপ্পান দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই অভিযোগ করেন।
কেরালার মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উত্তরপ্রদেশের
মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে এক চিঠি
দিয়ে অভিযোগ করেছেন সাংবাদিক সিদ্দিকিকে পশুর মত হাসপাতালের বেডে চেন দিয়ে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তাকে
ছেড়ে দেবার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত দেশকে নাড়িয়ে দেওয়া হাত রসের ধর্ষণ কান্ডে নিহত দলিত কন্যাকে রাতের আঁধারে পুলিশ জ্বালিয়ে দেয়। প্রতিবাদ করায় কন্যার বাবাকে ও হত্যা করা
হয়। এই ঘটনার খবর করতে সিদ্দিকি কাপ্পান হাটরস গিয়েছিলেন। দেশের মানবতাবাদী সংগঠনগুলো
প্রতিবাদে সরব হয়েছে।









কোন মন্তব্য নেই