এ বি পি নিউজ-এর সমীক্ষাতে তৃণমূল এগিয়ে
কলকাতাঃ
এবি পি নিউজ-এর এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাবে ১৫২ থেকে ১৬২ টি আসন।
বিজেপি পাবে ১০৯ থেকে ১২১ ভোট। মহাজোট পাবে ১৪ থেকে ২৫ টি আসন। কর্তৃপক্ষ দাবি করেছে ৮৫ হাজার ভোটারের সঙ্গে কথা বলে
এই সমীক্ষা করা হয়েছে। তবে এই ফলাফল
মিলে যাওয়ার কোন ও গ্যারান্টি
নেই। শুধু পূর্বাভাস মাত্র। এদিকে, রিপাবলিক,
সি এন এক্সএর সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ১৩৮ থেকে ১৪৮ টি আসন।
তৃণমুল পাবে ১২৮ থেকে ১৩২ টি, বাম কংগ্রেস জোট ১১ থেকে ২১ টি ভোট।
রাজ্যে ২৯৪ টি আসনের মধ্যে দুটি আসনে ভোট হচ্ছে না।
দুজন প্রার্থী মারা গেছেন। আগামী ২ মে চূড়ান্ত ফল
বেরোবে।









কোন মন্তব্য নেই