রবীন্দ্র স্মৃতি বিজড়িত কলকাতার জোড়াসাঁকো এলাকাতেও ভোটে বোমা
কলকাতা : পশ্চিমবঙ্গে শেষ আট দফা ভোট
ও শান্তিপূর্ণ হল না। বাঙালিদের গর্ব বিশ্বকবি রবীন্দ্র স্মৃতি বিজড়িত
জোড়াসাঁকো, মহাত্মা গান্ধীর স্মৃতি ধন্য কলকাতার মহাজাতি
সদানের কাছে ভোট বোমা পড়ল, বিজেপি
প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি
সমর্থকদের অভিযোগ হিন্দিভাষী বড় বাজারের মানুষদের
ভয় দেখানোর জন্যে তৃণমূল বোমা ছুঁড়েছে। প্রিসাইডিং অফিসার পর্যন্ত শাসক দলের পক্ষে কাজ করছে। বিজেপি
প্রার্থী মিনাদেবী পুরোহিত এই অভিযোগ করেছেন। তৃণমূল
প্রার্থী নয়না
বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তার চৌরঙ্গী মেট্রোপলিটন
কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। দেশের
বুদ্ধিজীবীদের পীঠস্থান বলে খ্যাত, যারা
আজকে চিন্তা করে দেশবাসী তা কালকে
চিন্তা করে সেই বাংলার প্রাণকেন্দ্র কলকাতায় আজ দেশবাসী
দেখেছে বোমা অশান্তির ঘটনা, দেখেছে
শেষ দফার ৩৫ টি কেন্দ্রের
৫ টি
জেলার প্রায় প্রতিটি কেন্দ্রে কি
ধরণের আশান্তি হল, বোমাবাজির
ভাঙচুরের মারপিটের ঘটনা ঘটল। মুর্শিদাবাদ
জেলার ১১ টি
কেন্দ্রে বীরভূমের ১১ টি
কেন্দ্র মালদহের ৬ টি, কলকাতার ৭ টি কেন্দ্রে ভোট হল। সব কৌএকটিতে অশান্তি হয়েছে। এমন কি যেখানে গুলিতে ৫ জনের
প্রাণ গেল সেই কুচবিহারের শিতলকুচির বুথে
পুনরায় নির্বাচনেও অশান্তি হল। বুথের
কাছে বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি ঢুকে যায় বলে তৃণমূল অভিযোগ করে। মুর্শিদাবাদ
জেলার ডমকলে সি পি
এম সমর্থকদের তৃণমূল সমর্থকরা ভোট দিতে বাধা দেয়। একজন সি পি
এম কর্মীকে গাড়িতে পিষে হত্যা করে বলে সিপি এম অভিযোগ করেছে। কলকাতা মানিকতলাতে
বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর করা হয় তৃণমূল সমর্থকরা প্রার্থীকে ঘেরাও করে রাখে। চৌবে অভিযোগ করেন তাকে
তৃণমূল সমর্থকরা লাঠি মারে। দেশবাসী
দেখলো খাস কলকাতার মানিকতলা, বেলাঘাটা
অঞ্চলে একদিকে, তৃণমূল একদিকে বিজেপি সমর্থকরা
হাতে লাঠি হকির স্টিক নিয়ে
মারপিঠ করেছে বাম আমলের বোমাবাজির কথা স্মরণ করিয়ে দিল। দেশে
একদিনে করোনা সংক্রমণের সংখ্যা আজ
রাতের মধ্যে চার লাখ ছাড়িয়ে যাবে। একদিনে মৃত্যুর সংখ্যা চার
হাজার ছাড়িয়ে যাবে। মহারাষ্টে একদিনে ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে ৩৬৮ জন, কলকাতায়
একদিনে ৭৭ জনের
মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন কড়া নির্দেশ দেওয়ার পর শেষ ভোটের ছবিতে
কি দেখলাম কারো মুখে মাস্ক নেই, ৬ ফুট সামাজিক দূরত্ব
বিধি অমান্য করে ভোটের লাইন সব ঘা
ঘেঁষা ঘেষি করে দাঁড়িয়ে। মুর্শিদাবাদ জেলার হরিহরপুর, ডোম কল, রাণীনগর প্রভৃতি কেন্দ্রে ব্যাপক গন্ডগোল
হয়েছে। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কেন্দ্রীয়
বাহিনী ও নির্বাচন কমিশনের প্রসংশা
করে বলেন তৃণমূল
সমর্থকরা, শাসক
দলের সরকারের সমর্থণ নিয়ে পঞ্চায়েত
নিবার্চনের মত ছক করেছিল। কিন্ত এবার ছোট খাট ঘটনা
ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে গ্রামের প্রত্যন্তর অঞ্চলে গন্ডগোল
হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে
বহরমপুর ক্যাম্প করে ভোটারদের প্রভাবিত
করার চেষ্টা করে গেছেন বলে কংগ্রেস অভিযোগ করেছে। মুর্শিদাবাদ
জেলার অধিকাংশ কেন্দ্রে বিজেপি তৃণমূল
সংঘর্ষ হয়েছে। কান্দিতে
ই ভি এম বিভ্রাটের খবর
পাওয়া গেছে। বহরমপুর
শহরে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বীরভূম জেলাতে অধিকাংশ ক্ষেত্রে
বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা করেছে বলে
বিজেপি অভিযোগ করেছে। বীরভূমের তৃণমূল
প্রধান অনুব্রত মণ্ডল বলেছেন তৃনমূল
সুন্দরভাবে জিতে গেছে। ২০০ আসনের
বেশি ভোট পাবে। এই জেলাতে কয়েকজন বহিরাগত দুস্কৃতিকে প্রতিদিন ১০ হাজার
টাকা করে ভাড়া করে আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে।









কোন মন্তব্য নেই