অসমে এগজিট পোলএ, বিজেপি এগিয়ে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে রিপাবলিক সি এন এক্স এগজিট
পোলের ফলে বিজেপি পেয়েছে ৭৪ থেকে ৮৪টি আসন। আর কংগ্রেস জোট পেয়েছে ৪০ থেকে ৫০টি আসন। সি ভোটারের সমীক্ষায় বিজেপি পেয়েছে ৫৮ থেকে ৭১টি ভোট। কংগ্রেস জোট পেয়েছে ৫৩ থেকে ৬৬টি ভোট। টাইমস নাউ-এর
মতে বিজেপি পেয়েছে ৬৫ আর
কংগ্রেস জোট পেয়েছে ৫৯টি ভোট। এইসব সমীক্ষা
মতে ফল চূড়ান্ত নয়। কেবল পূর্বাভাস। অসম
জাতীয় পরিষদ, রাইজর দল এবং বামপন্থী দলগুলোকে
এই সমীক্ষা অনুযায়ী ১০টি
আসনও দেওয়া হয়নি।









কোন মন্তব্য নেই