Header Ads

বিপদজনক করোনা বাড়ছে, কোভিড বিধি না মানা লক্ষ মানুষের নির্বাচনী সভা

কলকাতা, গুয়াহাটি: দেশে কোভিড  সংক্রমণ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  দেশের  রাজ্যপাল, শিক্ষ্যবিদদের  সঙ্গে ভিডিও কনফারেন্স  এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বৈঠক  করেন।  বর্তমান পরিস্থিতিতে  হরিদ্বার কুম্ভ মেলায় প্রায় ২৮ লাখ মানুষের ভিড় জমেছে। পশ্চিমবঙ্গে এখনো চার দফা নির্বাচন বাকি। আগামী ১৭ এপ্রিল দফা নির্বাচন। লাখ লাখ  মানুষের ভিড় জমছে নির্বাচনী সভাগুলিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র জনসভাকে  ঘিরে প্রবল আগ্রহ মানুষের। মুখে মাস্ক  দু-গজ দূরত্ব বিধি  মানা হচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ। কলকাতা হাই কোর্টকে শেষ পর্যন্ত  হস্ত ক্ষেপ করতে হয়েছে। নির্বাচনী জনসভা এবং রোড   শো-এর  উপর বিধি নিষেধ আরোপ করেছে। টির বেশি গাড়ি নিয়ে রোড শ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সভা করা যাবে না।  গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ৪৮১৭ জন আক্রান্ত হয়েছে। দেশে প্রতিদিন এক লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এক কোটি ৩৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১০২৭ জনের বেশি। অসমের  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল  সব জেলার ডেপুটি  কমিশনারদের সঙ্গে ভিডিও  কনফারেন্সে  বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি মাইক্রো কনটেন্টমেণ্টেরর উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার সি বি এস সি-র দশম শ্রেনির পরীক্ষা বন্ধ  রেখেছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা  স্থগিত  রাখার কথা ঘোষণা করেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.