Header Ads

দেশে নতুন করে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ, মৃত্যু ২ হাজার ৭৬০ জন, দিল্লিতে আবার লকডাউন

নয়া ঠাহর  প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে নতুন করে প্রায় সাড়ে তিন লাখ  আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে  প্রায় তিন হাজার। অসমে আক্রান্ত হয়েছে ,২৩৬ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। গুয়াহাটি সহ কামরূপ মেট্রোতে ৮১৫ জন আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় ১৪ হাজার আক্রান্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের। দেশে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র ও দিল্লির। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ আবার মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি ঘোষণা করলেন। প্রধানমন্ত্রীর পি এম কেয়ার্স তহবিলের অর্থ ব্যয় করে দেশে ৫৫১টি  অক্সিজেন প্যান্ট বসানো হবে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে আজ জানানো হয়েছে।  প্রধানমন্ত্রী আজ তার মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, দেশের করোনা আক্রান্ত প্রতিটি রাজ্যকে কেন্দ্র  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে।   অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ বলেন,   সান ফার্মা  কোম্পানি  অসমকে ১০ হাজার রেমডিসিভি ইনজেকশন  দেবে। আগে ১২ হাজার দিয়েছে। এই  কোম্পানি পলাশবাড়ীর  তাদের ঔষধ প্রস্তুতকারী কোম্পানিতে মাসে লাখ ৬০ হাজার রেমসিডিভি উৎপাদন করবে। আজ মন্ত্রী শর্মা  সেখানে  গিয়েছিলেন। তিনি জানান, রাজ্যে অক্সিজেনের অভাব নেই। ডিব্রুগর, শিলচর অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। প্রাইভেট  কোম্পানিগুলোর সঙ্গে সরকারের কথা হয়েছে। দাবি করেন অসমের সামগ্রিক অবস্থা ভালো। পশ্চিমবঙ্গে আগামীকাল টি জেলার ৩৪ কেন্দ্রে তম দফা ভোট। সেখানে যথারীতি অশান্তি শুরু হয়ে গেছে। যাকে অশান্তির মাস্টার বলা হয়, সেই বীরভূমের তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল৬৭ টি জায়গাতে নামে বেনামে সম্পত্তি  আছে বলে ইডি অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় অনুব্রতকে নজরবন্দি করা হয়, তবে শেষ দেখে ছাড়বো বলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সমালোচনা করে বলেছেন,  সারা দেশে অক্সিজেন নেই ভ্যাকসিন নেই আর প্রধানমন্ত্রী মনের কথা বলছেন, তিনি  কোভিডর কথা বলুক। পশ্চিমবঙ্গে আবার কাজল সিংহ নামে তৃণমুলের প্রার্থী মারা যান। এর আগে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যান। টালিগঞ্জর পার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়  করোনাতে আক্রান্ত হয়েছেন। কাল ভোট পশ্চিমবঙ্গে যথারীতি  নিয়ম মেনে মার পিঠ বোমাবাজি, গুলি শুরু হয়ে গেছে।  নির্বাচন কমিশন রাজ্যে বোমা বারুদ, অস্ত্রস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।  আজই সোনাডাঙ্গাতে ২১ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে বোমা, অস্ত্রশস্ত্র সহ  সব ধরণের  বেআইনি কারবারের সঙ্গে বাংলাদেশের ও  বিহারের যোগ আছে বলে নানা অভিযোগ   পাওয়া যায়।   কমিশনর এই সাহসী পদক্ষেপকে  রাজ্যবাসী স্বাগত জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.