অসমে মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা, বাংলাতে আংশিক লকডাউন ঘোষণা
অমল
গুপ্ত, গুয়াহাটি : দেশে
করোনা সংক্রমণ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে আজ
আংশিক লকডাউন শুরু হচ্ছে। এর মধ্যে করোনাকে
ছাপিয়ে গেছে এগজিট পোল। পশ্চিমবঙ্গে
পূর্বাভাস দেওয়া হয়েছে আবার তৃণমূল আসছে। অসমে বিজেপি
আসবে। কিন্তু বাংলাতে বিজেপি তা
মানছে না। অসমে কংগ্রেস তা মানছে না। অসমে বিজেপি এলেকে মুখ্যমন্ত্রী পদে বসবে তার
পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিন্ন সমীক্ষতে অসমে
মুখ্যমন্ত্রী পদে ২০ শতাংশ
সমর্থন করছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে। ১৯ শতাংশ মুখ্যমন্ত্রী
সর্বানন্দ সনোয়ালকে। মহাজোট ক্ষমতায় এলে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে দেখতে চাইছেন
বিরাট সংখ্যক ভোটার। বিজেপির একসূত্রের খবর, বিজেপি
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়াকেও
মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন। সূত্রটির
দাবি কেন্দ্র সর্বানন্দ সনোয়াল বা
হিমন্তবিশ্ব শর্মার মধ্যে একজনকে দিল্লিতে নিয়ে যাবে কংগ্রেস
সভাপতি রিপুন বরা এগজিট পোলকে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে
দেন। কংগ্রেস পর্যবেক্ষক জিতেন্দ্র সিং বলেন, ১০০ নয় ১০০০ শতাংশ
মহাজোট ক্ষমতায় আসবে। বিজেপি সভাপতি রঞ্জিত দাস দাবি করেন,
বিজেপি জোট পাবে ৮৩টি আসন, বিজেপি একাই পাবে ৭০টি, অগপ পাবে ৮ টি এবং ইউ পি পি এল পাবে ৫ টি আসন। আজ এম
এম সি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
০.৯ মেট্রিক
টনের অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। আগামী ৭২ ঘন্টার
মধ্যে শিলচর মেডিক্যাল ২ টি
অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। রাজ্যে মোট ১১টি প্ল্যান্ট বসানো হল যা দেশের মধ্যে
প্রথম। তিনি বলেন, বিজেপি সংখ্যা গরিষ্ঠ থেকে দুটি কম বা বেশি কম হতে
পারে তবে সরকার গড়বে বিজেপি। তিনি বলেন একজন অসমীয়া ব্যক্তিকে
মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। অসম জাতীয় পরিষদের প্রধান লুরিনজ্যোতি গগৈ
ও এগজিট পোলকে মানেন না। পশ্চিম
বঙ্গে একদিনে করোনা
আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪১১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৮ হাজার, একদিনে মৃত্যু ছুঁই ছুঁই প্রায় ১০০ জন। ২ মে ভোট
গণনা তার আগে পশ্চিমবঙ্গ সরকার আজ রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করেছে। সকাল ৭ টা থেকে ১০ টা,
বেলা ৩ টা থেকে
বিকাল ৫ টা পর্যন্ত সব
জমায়েত, সভা সমিতি। রেস্তোরাঁ, জিম, স্পা, বিউটিপার্লার, মল সব বন্ধ
থাকবে কেবল মুদিখানার দোকান ও ঔধধের দোকান খোলা থাকবে। একা দশ শ্রেণীর পরীক্ষা হবে
না, সকলকে দ্বাদশ শ্রেণীর ক্লাসে উর্ত্তীণ করে দেওয়া হবে। ২ তারিখে
নির্বাচন ফল ঘোষণা। কোনো জমায়েত হবে না। মাত্র ২ জন
ব্যক্তি জয়ী প্রার্থীর সঙ্গে থাকবে। অসমে
ও তাই হবে।









কোন মন্তব্য নেই