Header Ads

করোনা আক্রান্তের প্রকৃত তথ্য জানতে চাইলেন ৩৫০ জন বিজ্ঞানী

দিল্লি : দেশে করোনা  প্রতিরোধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে, দেশে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ, দেশে কত হাসপাতাল বেড আছে।  আই সি ইউ আছে অক্সিজেনর পরিমা জমা আছে- ইত্যাদি জানতে চেয়েছে দেশের ৩৫০ জন বিজ্ঞানী। সংবাদ সূত্রে জানা গেছে, দেশের প্রকৃত তথ্য পেলে বিজ্ঞানীদের পক্ষ চিকিৎসা ব্যবস্থা  নিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক পত্র দিয়ে ৩৫০ জন বিজ্ঞানী এই  আর্জি জানিয়েছেন।  দেশে এপর্যন্ত কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন  আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে লাখ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় লাখ ৭৯ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে হাজার ৬৪৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন, দেশে মৃত্যু হার কমেছে, মাত্র ১.১১ শতাংশ হয়েছে। বিশ্বের  মধ্যে   একদিনে আক্রান্তের সংখ্যাও কম। ভারতের বিশিষ্ট  ব্যক্তিদের  প্রাণ কেড়ে নিয়েছে  এই অতিমারী। আজ  টিভি চ্যানেল আজকর জনপ্রিয়  উপস্থাপক  রোহিত সারদানা কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা নর্মদা বেন মোদি ৮০ বছর বয়সে কোভিড আক্রান্ত হয়ে মারা  আমেদাবাদ, প্রধানমন্ত্রীর ছোট ভাই  প্রহ্লাদ মোদি জানিয়েছেন। সারা বিশ্বে প্রায় এক হাজার সাংবাদিক আক্রান্ত হয়ে মারা গেছেন। নীলক্ষ্মী ভট্টাচার্য, কণ্ঠশিল্পী  বিজয় লক্ষ দাসদেশের প্রাক্তন সলি সেটর জেনেরাল  সলি  সরাবজি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। নীলক্ষ্মী ভট্টাচার্য, কণ্ঠশিল্পী  বিজয় লক্ষ দাসদেশের প্রাক্তন সলি সেটর জেনেরাল  সলি  সরাবজি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.