করিমগঞ্জে অত্যাবশ্যক পণ্য সামগ্রীর সরকারী বাজার দর
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করিমগঞ্জ জেলা সরবরাহ বিভাগ থেকে খাদ্য সামগ্রীর তালিকা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজ প্রতি কেজি ২৩ টাকা থেকে ২৬ টাকা,আলু (বেঙ্গল) প্রতি কেজি ১৬ টাকা,আলু (ইউপি/ফারাক্কা) প্রতি কেজি ২১ টাকা থেকে ২২ টাকা,চাল(ফাইন) প্রতি কেজি ২৫ টাকা থেকে ২৭ টাকা,চাল(সুপার ফাইন) ৩১ থেকে ৩৮ টাকা,মসুর ডাল(মিডিয়াম) প্রতি কেজি ৮২ থেকে ৮৪ টাকা, মসুর ডাল(ছোট) প্রতিকেজি ৯৮ থেকে ১০৫ টাকা বলে জানানো হয়েছে। পাশাপাশি সুজি প্রতি কেজি ৩৬ থেকে ৩৯ টাকা,মুগ ডাল প্রতিকেজি ৯৮ থেকে ১০৫ টাকা,অরহর ডাল প্রতি কেজি ডাল ৮৭ থেকে ১০৭ টাকা,চানা ডাল প্রতি কেজি ৭২ টাকা থেকে ৭৬ টাকা, আটা প্রতি কেজি ২৮ টাকা,গম প্রতি কেজি ২৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া মাস্টার্ড তেল লিটার প্রতি ৯৪ থেকে ১৩৪ টাকা,রিফাইন তেল লিটার প্রতি ৯৮ থেকে ১০৫ টাকা,চিনি প্রতি কেজি ৪০ টাকা,লবন প্রতি কেজি ৮ থেকে ১২ টাকা ।









কোন মন্তব্য নেই