Header Ads

উদ্বেগজনক ভাবে করোনা সংক্রমণ বাড়ছে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে উদ্বেগ জনকভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তাপ মাত্রার সঙ্গে সংক্রমণও বাড়ছে। একদিনে দেশে ৭৮০ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ ৩২ হাজার আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। মহারাষ্ট্রের অবস্থা সঙ্কটজনক। ওই রাজ্যে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাট,  মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় প্রভৃতি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ দিল্লি, অসম, ত্রিপুরাতেও করোনা সংক্রমণ ছাড়াচ্ছে। পশ্চিমবঙ্গের  হাইকোর্ট  নির্দেশ  দিয়েছে সরকারি বেসরকারি অফিসে ৫০ শতাংশের বেশি কর্মচারীর উপস্থিতি অনুমতি দেওয়া হবে না। অসমে বিহু উৎসব উপলক্ষ্যে সরকার কড়া নির্দেশ দিয়েছে।  অধিকাংশ রাজ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে। দিল্লির গঙ্গারাম হাসপাতালে এবং এইমসের ১০০-এর বেশি ডাক্তার করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেল বন্ধ করা হবে না। তবে কোভিড বিধি মেনে ট্রেন চলবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.