রঞ্জন গগৈর মাতৃবিয়োগ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের সমাজ জীবনে বিশিষ্ট ভূমিকা পালন করা লেখিকা শান্তি গগৈ চলে গেলেন। ভারতের প্রাক্তন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈয়ের মা এবং অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্র গগৈয়ের সহধর্মিনী শান্তি গগৈ গতকাল দিল্লিতে ৮৭ বছর বয়সে মারা যান। তার বাবা যোগেশ চন্দ্র বড়গোহাই অসম বিধানসভার এম এল সি ছিলেন। পাঁচ সন্তানের জননী শান্তি গগৈয়ের বড় ছেলে অঞ্জন গগৈ ভারতীয় বায়ু সেনার চিফ মার্শাল হিসাবে অবসর নিয়েছেন। দ্বিতীয় পুত্র দেশের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বাবরি মসজিদ, এন আর সি প্রভৃতি ক্ষেত্রে ঐতিহাসিক যুগান্তকারী রায় দিয়ে বিখ্যাত হয়েছেন। তৃতীয় পুত্র নির্জন গগৈ আমেরিকার বিখ্যাত ডাক্তার। দুই কন্যা ইন্দিরা গগৈ ও নন্দিতা হাজরিকা সরকারের পদস্থ অফিসার পদে থেকে অবসর গ্রহণ করেছেন। অসমের এক ঐতিহশালী পরিবার, শান্তি গগৈয়ের মৃত্যতে সারা দেশ শোক প্রকাশ করেছে।









কোন মন্তব্য নেই