সংঘ প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীকে শ্রদ্ধাঞ্জলী কালাইনে
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক তথা জালালপুরের সু-সন্তান প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর উদ্দেশ্যে কালাইন সরস্বতী বিদ্যানিকেতনে এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। আরএসএসের পশ্চিম কাছাড় জেলা ও কালাইন সরস্বতী বিদ্যানিকেতনের যৌথ ব্যবস্থাপনায় এক ভাবগম্ভীর পরিবেশের মধ্যে সম্পন্ন হয় এদিনের শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান। এতে সংঘ পরিবারভুক্ত বিবিধ সংগঠনের কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আরএসএসের দক্ষিণ আসাম প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী, জেলা সংঘচালক রঞ্জনরশ্মি গোস্বামী, সম্পর্ক প্রমুখ মহিতোষ চন্দ, বৌদ্ধিক প্রমুখ সুকান্ত ভট্টাচার্য, ধর্মজাগরণ প্রমুখ কুলমনি মিশ্র ও সাধন দাস প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর স্মৃতিতে আলোকপাত করেন। প্রত্যেকে সংঘকাজে প্রয়াত চক্রবর্তীর একাগ্রতা, নিষ্ঠা ও দৃঢ় কার্য শৈলীর কথা তুলে ধরেন। শেষে প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর আত্মার চিরশান্তি কামনার্থে এক মিনিট নিরবতা পালন করে পূর্ণতা মন্ত্রের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী আনুষ্ঠানের সমাপন ঘটে।
উল্লেখ্য বিগত ২৪ শে মার্চ ২০২১ ইং উনি পরলোকগত হন। উনার মৃত্যুর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর-সংঘচালক মোহন রাও ভাগবত, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দন সাণোয়াল, শিক্ষা-অর্থ ও স্বাস্থ্য দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অনেক বিশিষ্ট জনেরা শোক ব্যক্ত করেছেন।









কোন মন্তব্য নেই