দেশ-বিদেশের কবিতা নিয়ে দ্বিতীয় সংকলন উন্মোচন
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের বাংলা কবিতা নিয়ে উন্মোচন হলো দ্বিতীয় মুদ্রণ 'কবিতার নোঙর'। সংকলনটি একসাথে আনুষ্ঠানিক ভাবে ঢাকা, কলকাতা ও বিদেশ থেকে উন্মোচন হয়েছে। উল্লেখ্য, সংকলনটির ভূমিকা লিখেছেন আসাম তথা বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার বিশিষ্ট কবি আশুতোষ দাস। এছাড়া, আগামীতে প্রকাশিত হতে চলেছে পৃথিবীখ্যাত কবিদের নিয়ে সংকলন-" শিশিরে ভেজা কার্নিশ"। প্রকাশক বিশ্ব বাংলা সাহিত্য নিকেতন। সম্পাদনায় রয়েছেন কবি যুথিকা দাস।









কোন মন্তব্য নেই