Header Ads

বিনা নোটিশে আচমকা ওয়ার্ক লোড বাড়ায় চিন্তিত বিহাড়া রেলট্র্যাক ফেক্টরীর মজদুররা


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ কোন নোটিশ ছাড়াই ফেক্টরীর মজদুরদের উপর আচমকা ভাবে ওয়ার্ক লোড বাড়িয়ে দিয়ে কাজ বন্ধ রাখায় চরম দুশ্চিন্তায় পড়েছেন বিহাড়া রেল ট্র্যাক কংক্রিটের মজদুররা। সোমবার বিহাড়া রেল ট্র্যাক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের শ্রমিক সুব্রত সূত্রধর জানান, কোম্পানির জনৈক কর্তৃপক্ষ তাদেরকে হঠাৎ করে জানিয়ে দেন শ্রমিকরা ৪৮ ব্রাঞ্চের প্রোডাকশন তৈরি করতে হবে নতুবা ফেক্টরীর কাজ বন্ধ থাকবে। এনিয়ে দুদিন থেকে ফ্যাক্টরিতে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা চরম অসুবিধায় পড়েছেন বলে জানান সুব্রত। তিনি আরো জানান, লেবার কমিশনের মধ্যস্থতায় বাংলাদেশের জন্য নির্মিত কংক্রিট স্লিপার ২৮ ব্রাঞ্চ ও ভারতের জন্য ৪০ ব্রাঞ্চ কংক্রিট স্লিপার তৈরীর সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করেই কোন লিখিত নোটিশ ছাড়াই কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলে ইন্ডাস্ট্রির শ্রমিকরা চরম 

অসুবিধায় পড়েছেন বলে জানান তিনি। প্লান্টে প্রায় সময়ই ম্যানেজার অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করেন সুব্রত। এ নিয়ে ম্যানেজমেন্ট পক্ষের কাছে জানতে চাইলে ওরা মুখ খোলেননি কেহ। আরো এক শ্রমিক ফরিদ আহমেদ ফ্যাক্টরিতে বারবার শ্রমো আইন লংঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন ফ্যাক্টরি কর্তৃপক্ষ কর্মরত শ্রমিকদের দুর্ঘটনা মোকাবেলার জন্য কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি পর্যাপ্ত পরিমাণে ফাস্ট এইড সামগ্রীও থাকে না বলে অভিযোগ ফরিদের। মঙ্গলবার শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক ধরিত্রী শর্মার মধ্যস্থতায় এগ্রিমেন্ট হওয়ার আগ পর্যন্ত পূর্বের ন্যায় কিছু শর্তসাপেক্ষে শ্রমিকরা কাজ করতে পারবেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.