Header Ads

বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার ইভিএম!

 


গুয়াহাটিঃ বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ইভিএম! অসমের করিমগঞ্জ জেলায় এই ঘটনায় অনেক চাঞ্চল্য ছড়িয়েছে।  বৃহস্পতিবার, ১ এপ্রিল ভোট পর্ব শেষে এক বিজেপি প্রার্থীর গাড়ি করে ব্যবহৃত ইভিএমগুলি স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। পরে ঘটনার সঙ্গে যুক্ত কমিশনের চার আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। একটি বিবৃতি জারি করে জানানো হয় ওই ইভিএমেই দ্বিতীয় দফায় অসমে ভোট পড়েছে। এর সঙ্গে আবার ছিল একটি ভিভিপ্যাট, বিইউ আর সিইউ।

বৃহস্পতিবার, দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র কয়েকঘন্টা পর ভিডিওটি প্রকাশ্যে আসে।  ইভিএমটি নিরাপদে স্ট্রং রুমে পৌঁছে দেওয়া হয়। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে বিশেষ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ঘটনায় বিজেপি সাফাই দিচ্ছে যে, করিমগঞ্জ টাউনের স্ট্রং রুমে যাওয়ার পথে কমিশনের গাড়ি বিকল হয়ে যায়।

উল্লেখযোগ্য যে এই গাড়িতেই ছিল একাধিক ইভিএম। ওই গাড়িটি বর্তমান বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের। 

তিনি অসমের পাথরকান্দির বিধায়ক। তাঁর গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় ইভিএমগুলিকে। আর নিমল বাজার এলাকায় স্থানীয় লোকজনের চোখে পড়ে যায় পুরো ব্যাপারটি এবং একইসাথে উল্লেখ করা জরুরি যে, কৃষ্ণেন্দু পাল ওই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আরো বেশি বিতর্ক হচ্ছে। বিক্ষোভও হয়। ভাঙচুর করা হয় গাড়ি।  

প্রসঙ্গত, তৃতীয় তথা শেষ দফায় অসমে ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট: ৬ এপ্রিল মনকাচার, সালমারা দক্ষিণ, ধুবড়ি, গৌরীপুর, গোলকগঞ্জ, বিলাসিপাড়া পশ্চিম, বিলাসিপাড়া পূর্ব, গোসাইগাঁও, কোকরাঝড় পশ্চিম, কোকরাঝড় পূর্ব, সিডলি, বঙ্গাইগাঁও, বিজনি, অভয়াপুরি উত্তর, অভয়াপুরি দক্ষিণ, দুধনাই, গোয়েলপাড়া পূর্ব, গোয়েলপাড়া পশ্চিম, জলেশ্বর, সোরভোগ, ভবানীপুর, পাতাচারকুচি, বরপেটা, জানিয়া, বাঘবর, সরুক্ষেত্রী, চেঙ্গা, বোকো, ছাওগাঁও, পলাসবাড়ি, জলুকবাড়ি, দিসপুর, গুয়াহাটি পূর্ব, গুয়াহাটি পশ্চিম, হাজো, তমুলপুর, বরখেত্রি, ধরমপুর, বরামা, চাপাগুড়ি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.