Header Ads

৪৮ ঘন্টা নির্বাচনে প্রচারে নিষেধাজ্ঞা হিমন্ত বিশ্ব শর্মার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বিপিএফ প্রধান  হাগ্রামা মহিলারি  সম্পর্কে  আপত্তিকর  মন্তব্য   করে বিপদে পড়ে গেলেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। হাগ্রামাকে অস্ত্র মজুত রাখার দায়ে জেলে যেতে হবে, তাকে এন আই এ জেল খাটিয়ে ছাড়বে ইত্যাদি  এই  ধরণের হুমকি  দিয়েছিলেন। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা  প্রচারের উপর নিষেধাজ্ঞা  জারি করেছে বলে  সংবাদসূত্রে জানা গেছে। আজ শুক্রবার থেকে  তা কার্য্যকর হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.