সর্ষে তেল ১৮০ টাকা, ডাল ১২০ টাকা, বাজারে আগুন, জাতীয় পরিষদ "শ্মশান যাত্রা " বার করে
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি: রাজ্যে সরকার আছে কি? সাধারণ গরিব শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠছে।
প্রতিটি ভোগ্য সামগ্রী আকাশ ছুঁয়েছে। সর্ষে তেল ১৮০ টাকা
লিটার, ডাল ১২০ টাকা কেজি। সবুজ শাক সবজি আলু পিঁয়াজের দাম বেড়ে গেল। পবিত্র
রমজানের রোজার মাস চলছে, কার্বাইড
বিষ মাখানো আম ২০০ টাকা কেজি,
খেজুর ২০০ টাকা
কেজি, হাইব্রিড কমলা লেবু, তরমুজ
মাছ মাংস সব রাসায়নিক
হাইব্রিড, দাম অস্বভাবিক। বাজারে কোন পরিদর্শক নেই। খাদ্য মন্ত্রী ফনি ভূষণ
চৌধুরী বলেছেন তার পক্ষ্যে দাম কমানো সম্ভব নয়।
এছাড়াও শাক-সবজি ফল
মূল সব ক্ষেত্রে রাসায়নিক
মেশানো। তাদের শাস্তি
দেওয়ার কেউ নেই। দুধ ঘি
মশলা সবেতেই ভেজাল। বিজেপি
জোট সরকারের অকর্মণ্য তার অভিযোগ তুলে করোনা
রুগীদের অক্সিজেন ও ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে অসম জাতীয় পরিষদের সমথকরা সি আজ
গুয়াহাটি মহানগরে সরকারের অন্তিম যাত্রায় সামিল হয়েছিল। সরকারের
"মরদেহ" নিয়ে প্রতি বাদ মিছিল করে এ জে
পির সমর্থকরা। ছাত্র সন্থা আসু ও একই দাবিতে প্রতিবাদ
করে বিক্ষোভ প্রদর্শন করে।









কোন মন্তব্য নেই