Header Ads

সেই অশান্তির মধ্যে ভোট শুরু পশ্চিমবঙ্গে


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : জটিল করোনা আবহের মধ্যে পশ্চিমবঙ্গে দফা ভোট শুরু হল সেই অশান্তিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গবাসীর  মানসিকতার পরিবর্তন ছাড়া ভোটে অশান্তি চলবেই। খেলা হবেই বা দেখে নেবো জাতীয় উষ্কানীমূলক কথাবার্তা   আর মদের  ককটেল। হিংসার মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে  সমাজ বিজ্ঞানীদের অভিমত। তাছাড়া, ঘরে ঘরে বোমা তৈরির  অনুশীলন,  বেআইনি অস্ত্র তৈরি আর মজুত ভান্ডার বাম  শাসন থেকে তৃণমূল বহুগুণ বেড়ে গেছে। নির্বাচন কমিশনর এক প্রাথমিক হিসাব তুলে ধরেছে। সৎ, নিরপেক্ষ, মূল্যবোধের রাজনীতি পশ্চিমবঙ্গে হয় না। প্রতিবাদ করলেই বিপদ। সারা দেশে বাংলা আজ উপহাসের পাত্র। আজ দফা ভোটে ব্যাপক হিংসার খবর এসেছে। হাবরাতে এক হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নবদ্বীপে বিজেপি তৃণমূলে সংঘর্ষে কম করে ২০ জন আহত। বর্ধমান, উত্তর ২৪ পরগণা, কালনা, ইটাহার প্রভৃতি কেন্দ্র থেকে গন্ডগোলের খবর পাওয়া গেছে। ৪৩ আসনে ভোট হচ্ছে। ৭৮৯ আধা সামরিক বাহিনী  মোতায়েন করা হয়েছে। ৫২ জন পুলিশ অবজারভার, ৭৪৬৬ কেন্দ্রে ওয়েব কাস্টিং করা হচ্ছে। প্রতিটি বুথ স্পর্শকাতর হাওয়া সত্বেও  ব্যাপক গন্ডগোল। বোমাবাজি, ইটবৃস্টি, মার-দাঙ্গার  খবরের বিরতি নেই। বেলা ১২ টা পর্যন্ত এই অবস্থা  বাকি সময় শান্তিপূর্ণ ভোট হবে কি-না। এই পর্যন্ত বাম আর তৃমূল  রাজত্বে পশ্চিমবঙ্গে কত হাজার বা লাখ বোমা লুকানো আছে। কত হাজার অস্ত্রস্ত্র  লুকিয়ে রাখা আছে তার হদিস পাওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন।  আজ পর্যন্ত নাগরিকদের পক্ষ থেকে তদন্তের জোরালো দাবী ও তোলা হয় নি। বিকালের খবর অশোকনগরে দুই তৃমূল কর্মীগুলি বিদ্ধ, তেহট্টে এক  প্রিসাইডিং অফিসারকে পুলিশের মারধোরব্যারাকপুর  সংঘর্ষ, রায়গঞ্জ গন্ডগোল জগদ্দল মারপিঠরাজ্যে অশান্তি অব্যাহত। আর বাকি আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.