Header Ads

নিষেধাজ্ঞা-পর্বে অবস্থান, রাত ৮টার পর সভা বারাসত, বিধাননগরে

 

কলকাতা : নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই আর সময় নষ্ট করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়আগামিকাল, মঙ্গলবার রাত ৮টায় কমিশনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাত ৮.১৫ মিনিট থেকে ফের প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূলনেত্রীবিধাননগরেই সভা করবেন তিনি।

উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে আজ, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল দুপুর বারোটা থেকে কলকাতায় গাঁধি মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। ধর্না দেওয়ার পর রাতে প্রথমে বারাসত এবং তার পর বিধাননগরেই সভা করবেন তৃণমূলনেত্রী। কমিশনের নিষেধাজ্ঞার পর এই সভা অন্য মাত্রা পেতে চলেছে।

কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে ইতিমধ্যেই ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। গত ৭ এবং ৮ এপ্রিল তাঁকে শো কজ করে দু'টি নোটিস পাঠিয়েছিল কমিশন। সেই নোটিসের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়েই মুখ্যমন্ত্রীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য আদর্শ আচরণবিধির পরিপন্থী। যে বক্তব্যগুলির জন্য তাঁকে শো কজ করা হয়েছিল, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেই মনে করে কমিশন।

আগামিকাল, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চার জায়গায় জনসভা করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর। তার মধ্য়ে বিধাননগরও ছিল। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার কৃষ্ণগঞ্জ ও কল্যাণীর সভাগুলি বাতিল করতে হচ্ছে। সময় নষ্ট না করে নিষেধাজ্ঞা শেষ হতেই বারাসত ও বিধাননগরে সভাটি করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবারের ভোট প্রচারে এত রাতে সভা করেননি মুখ্যমন্ত্রী। কিন্তু কমিশনের নিষেধাজ্ঞার জেরে রাত ৮টার পরেও সভা করার সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.