Header Ads

শ্রদ্ধাঞ্জলি কবি শঙ্খ ঘোষকে

জয়শ্রী আচার্য, লামডিং : চলে গেলেন শঙ্খ ঘোষ। কোভিড ১৯ কেড়ে নিল বর্ষীয়ান কবিকে। এমন একটা  সময়ে তিনি চলে গেলেন যখন বাংলা ভাষাকে নিয়ে সমাজের একটা বৃহত অংশে চলছে চরম অবহেলা-অবমাননা। রবীন্দ্রনাথ-জীবনানন্দের উত্তরসূরী আজীবন বাংলা সাহিত্যকে ঋদ্ধ করে গেছেন তাঁর লেখনীর দ্বারা। তাঁর উত্তরসূরীদের জন্য  ঝুলি ভরে রেখে গেছেন বিভিন্ন পুরস্কার। ১৯৭৭ সনে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন তাঁর বাবরের প্রার্থনা কাব্যগ্রণ্হের জন্য। উল্লেখ্যযোগ্য গদ্যরচনা 'বটপাকুরের ফেনা'র জন্য ২০১৬য় ভারতের সর্বোচ্চ সাহিত্য সন্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। ২০১১ সনে তাঁকে পদ্মভূষণ সন্মানে ভূষিত করা হয়। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, মুর্খ বড় সামাজিক নয়, কবির অভিপ্রায় ইত্যাদি। ছোটদের জন্যও লেখে গেছেন-বিদ্যাসাগর (১৯৫৬), সকালবেলার আলো, কুন্তক ছদ্মনামে বানান বিষয়ক বই শব্দ নিয়ে খেলা ইত্যাদি। 

১৯৩২ সনের ৫ ফেব্রুয়ারী অধুনা বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন একাধারে শিক্ষক, লেখক ও গবেষক শঙ্খ ঘোষ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তাঁর কর্মজীবনের অনেকটা সময় কেটেছে যাদবপুর, দিল্লি ও বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের  বাংলা সাহিত্যের অধ্যাপনায়। বাংলা সাহিত্য জগতের এহেন নক্ষত্র পতনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.