ডাবল ইঞ্জিনকে মোহর দিয়েছে অসমের ভোটার : নরেন্দ্র মোদি
অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে দ্বিতীয় পর্যায়ে ৩৯ টি কেন্দ্রে
নির্বাচন চলছে। অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সীমান্তে কোকরাঝাড়ে
এক বিশাল জনসভায় ভাষণ দিয়ে
প্রায় বলেই দিলেন অসমের ভোটাররা ডাবল ইঞ্জিনকে
মোহর দিয়েছে, কংগ্রেস জোটকে লাল কার্ড দেখিয়েছে। বরাক, কার্বিআংলং সহ মধ্য অসমের
যে সব ভোটার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট দেবেন। এখনো ভোট দেননি। তারা
টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তো বিজেপি বিরোধী জোটকে ভোট দেবেন না।
প্রধানমন্ত্রী বলেই দিলেন, ভোটাররা এন ডি এ জোটকে মোহর দিয়েছে। অসমে বেলা ১ টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ মানুষ
ভোটাধিকার সাবস্থ করেছে। বাকি ভোটাররা তো প্রভাবিত হতে পারে। দ্বিতীয়
পর্যায়ে ৭৩ লাখ ৪৪ হাজার ভোটার ভোট দেবে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মা
তো বিজেপিকে প্রায় জিতিয়ে দিলেন তাদের ভাষণে। ভবিষ্যত
মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখা হিমন্তবিশ্ব শর্মা আজ বি টি এ ডি অঞ্চলে জোর
প্রচার চালান। এখনো তৃতীয় পর্যায়ে ভোট বাকি আছে। ছোট্ট রাজ্য। অধিকাংশের বাড়িতে টি ভি আছে খবরের বহু উৎস আছে। তাই প্রধানমন্ত্রীর
ভাষণ সবাই শুনেছেন। এব্যাপারে নির্বাচন কমিশনের ভাবনা-চিন্তা আছে কি-না। প্রধানমন্ত্রী আজ
কোকঝাড়ের গ্রীন ফিল্ডে বিশাল জনসভাকে সম্বোধন করে বলেন, কেন্দ্রীয় সরকার বি টি সি অঞ্চলে উন্নয়নে
বহু কাজ করেছে। উগ্রপন্থী সংগঠন এন ডি এফ বি অস্ত্র ত্যাগ করে মূল
স্রোতে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী আজ কারও নাম না করে বলেন, অসমের
স্বাভিমান গামোছাকে অপমান করা হয়েছে। বদরুদ্দিন আজমল গামোছাকে অপমান করেছে বলে বিজেপি
অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী বলেন, অসমে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি
অনেক কষ্ট করেছে। সেই শান্তি নষ্ট হতে দেব না। কংগ্রেস দলকে সেই ভোট লুটতে দেব না।
প্রধানমন্ত্রী বলেন, বার বার কোকরাঝাড়ে আসার সৌভাগ্য হয়েছে। আবার
তিনি ৩ মে আসবেন, ২ মে ফলাফল ঘোষণার দিন। আজ ইউ পি পি এল সভাপতি প্রমোদ বড়ো ভাষণে
প্রধানমন্ত্রীকে সদর সম্ভাষণ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের নিকট জন, এই ভাষণে প্রধানমন্ত্রী
খুব খুশি হন। অসমে মুখ্যমন্ত্রীর পদে সর্বানন্দ সনোয়াল, হিমন্তবিশ্ব শর্মা ছাড়াও
অন্য একজনের কথা ভাবছে সংঘ পরিবার। তিনি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ আজ চোস্ত হিন্দিতে
সুন্দর ভাষণ দেন। প্রধানমন্ত্রীর
নজর
কারেন। তাকে মুখমন্ত্রী পদে দেখতে চাইছেন আর এস এস এর একাংশ।
আজ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হিমন্তবিশ্ব শর্মা ও মুখ্যমন্ত্রী ছিলেন না। ইউ পি পি এল সভাপতি
প্রমোদ বড়ো প্রধানমন্ত্রীর হাতে এক ঘরোয়া বাদ্য বেহালা উপহার দিলেন। যা নতুন
তাৎপর্য বহন করছে।
কোন মন্তব্য নেই