অসমে ৩৯ কেন্দ্রে ভোট, বরাকে পুলিশের গুলি, আহত তিন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে দ্বিতীয়
পর্যায়ে ৩৯ টি
কেন্দ্রে ভোটদান, প্রায় ৮০ শতাংশ
ভোট দান হয়েছে। হোজাই, লামডিং, রঙিয়া,
মরিগাঁও, জাগিরোড প্রভৃতি কেন্দ্রে ই ভি এম বিকল হয়ে যায়।
বরাকের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির
ফেলে ভোটদান কিছুটা ব্যাহত হয়। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ এর মা
দুলু গগৈ মারা গেলেন গতকাল রাতে। নগাঁও প্রেস ক্লাবের সভাপতি হাবু হানিফা
আজ মারা গেলেন। বরাকের দিকে তাকিয়ে আছে ব্রহ্মপুত্র উপত্যকার
ভোটার। মিঞা ভোট লাগবে না, বদরুদ্দিন আজমল মোগলের রক্ত, সন্তানের
জন্ম দেওয়া আর মাদ্রাসা স্থাপন করা- এই ধরণের প্রচার মুসলিম ভোটারদের একজোট করে
দিয়েছে। বিজেপির ক্ষতি হয়েছে। আজ বরাকের ভোটাররা প্রশ্ন করেছে মন্ত্রী হিমন্তবিশ্ব
শর্মা যখন বার বার মুসলিমদের অপমান করছে তবে কেন বিজেপিকে
ভোট দেবো? আজ হোজাইয়ে ভোটদান করে বদরুদ্দিন দাবি করেন,
তাদের মহাজোট ক্ষমতায় আসবে। বরাকের নির্বাচনে কা এবং এন আর সির
ভূমিকা আছে। বরাক কংগ্রেস কা
মানছে ব্রহ্মপুত্র উপত্যকার
কংগ্রেস কা বিরোধিতা করেছে। এই বরাকে ১৯৯১ সালে ৯ জন
বিজেপি বিধায়ক দিসপুর গিয়েছিল। সেই বিজেপির প্রতিষ্ঠাতা
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ পুরকায়স্থকে
আজকের বিজেপি নেতারা গুরুত্ব দিলেন না। হিমন্তের পরামর্শকে না বলার ক্ষমতা
বা সৎ সাহস সাংসদ রাজদীপ রায়ের ছিল না। এর জন্যে মূল্য
দিতে হতে পারে। পশ্চিমবঙ্গের মত হিংসা না হলেও বরাক উপত্যকার
সোনাই কেন্দ্রে পুলিশকে গুলি চালাতে হয়। এই ঘটনায় তিনজন
গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডেপুটি
স্পিকার আমিনুল হক লস্কর। হাইলাকান্দিতে ই ভি এম মেশিন বিকলকে
কেন্দ্র করে পুলিশকে লাঠি চালনা করতে হয়েছে। ডবকা
কেন্দ্রে মোট ভোটারের তুলনায় ৪৮ টি ভোট
বেশি পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভোট শেষের
পূর্বাভাস বরাকে বিজেপি আগের আসন রক্ষা করতে পারবে না। কংগ্রেসের আসন বাড়বে। বিজেপি
৮ টি আসনে জয় পেয়েছিল। আজ রঙিয়াতে পাকিস্তানের
পতাকা উত্তোলন করা হয়। মুখ্যমন্ত্রী আজ বরপেটাতে প্রচারাভিযান চালান। তিনি রাজ্যের
মানুষের জীবন সম্পত্তির সুরক্ষার
আশ্বাস দেন। কংগ্রেস নেতা মনীশ তেওয়ারী আজ অর্থমিন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
বিরুদ্ধে অভিযোগ করেন। হিমন্ত বি পি এফ প্রধান হাগ্রামা
মহিলারিকেএন আই এ দিয়ে তদন্ত করিয়ে অস্ত্র আইনে জেলে পুড়ে দেওয়ার হুমকি দেন।
কংগ্রেসের এই অভিযোগ পেয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ দিয়েছে
নির্বাচন কমিশন। এ আই ইউ ডি এফের প্রধান বদরুদ্দিন আজমল তার
ভাই সিরাজুদ্দিন ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে হোজাই নিজের কেন্দ্রে ভোট
দেন। প্রাক্তন সাংসদ সিরাজুদ্দিন এবার যমুনামুখের প্রার্থী। বদরুদ্দিন দাবি করেন
মহাজোট ৭০ টির বেশি আসন পাবে।
কোন মন্তব্য নেই