অসমে রাতে কারফিউ জারি করা হল,রাত ৮ টা থেকে ভোর 5টা, ১মে পর্যন্ত লাগু
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে সরকার ২ দিন আগে নতুন কোভিড বিধি এস ও পি লাগু করে বলেছিল গুয়াহাটি সহ কামNIরূপ মেট্রো জেলাতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালে সব বিদ্যালয়, সব কলেজ, সব হোস্টেল বন্ধ করে দেওয়া হবে। আজ করোনা পরিস্থিতি জটিল হওয়ায় নতুন করে এস ও পি লাগু হল। সব বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হল।আজ রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাজ্যে কারফিউ জারি করা হয়। আমজনতা আর রাতে কারফিউর সময় পথে ঘাটে বেরোতে পারবে না। সরকারি অনুমোদন থাকা সংবাদ মাধ্যম, অসুস্থ রোগী, এম্বুলেন্স, জরুরি কাজে নিয়োজিত লোকেরাই যেতে পারবে। দোকান-পাট, ব্যবসাপত্র আগের মত সন্ধ্যা ৬ টার পর বন্ধ করতে হবে। আগামী ১ মে পর্যন্ত লাগু থাকবে। জনতা ভবন সরকারি কার্যালয় সব ৫০ শতাংশ কর্মচারীকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। অফিসে গুটকা, পানের পিক, থুতু, তামাকপাতা খাওয়া নিষিদ্ধ। কোভিড বিধি মেনে দু-গজ দূরত্ব বিধি বজায় রেখে অফিস করতে হবে। বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ, সচিব পর্যায়ের অফিসারদের ১০০ শতাংশ হাজির হতে হবে। গর্ভবতী মহিলা, কর্মচারী এবং যাদের ৫ বছরের তলের শিশু সন্তান আছে তাদের অফিসে যেতে হবে না। বাড়িতে বসে অনলাইনে কাজ করলে চলবে। আর্ন্তজেলা আর্ন্তরাজ্য বাসেও ৫০ শতাংশ যাত্রী যাওয়ার অনুমতি দেওয়া হবে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ১১ মে পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মাস্ক না পড়লে হাজার টাকা জরিমানা দিতে হবে। একজন গাড়ির চালককেও মাস্ক পড়তে হবে। রাজ্যে তিন হাজার ১৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে। গুয়াহাটি সহ মেট্রো জেলাতে ১১৫৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ জনের। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেছেন অসমে ৪ লাখ ডোজ কোভিশিল্ড টিকা এসেছে। এক লাখ কভ্যাক্সিন টিকা পেয়েছে। হাতে আছে ৬ লাখ ৫৩ হাজার ডোজ ভ্যাকসিন। তিনি বলেন, অক্সিজেন, বেড আই সি ইউ কোনো কিছুর সমস্যা নেই।









কোন মন্তব্য নেই