আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন প্রধানমন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়, হিমন্তের দাবি ম্যাজিক ফিগার বিজেপি পেয়ে গেছে
অমল
গুপ্ত, গুয়াহাটি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বনাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পারস্পরিক
বাদানুবাদ, অভিযোগ পাল্টা অভিযোগ আজ চূড়ান্ত পর্যায়ে
পৌঁছেছে। দিদি
তার নিজস্ব ভাষাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে
তীব্র আক্রমন করেন। এদিকে, অসমে
মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখা অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
নিজের হাতেই বিজেপিকে জেতানোর
সব দায় নিয়েছেন। তিনি ম্যারাথন সভা সমিতি
রোড শো করে যাচ্ছেন। তিনি আজ ঘোষণায় করে দিলেন প্রথম দফা
নির্বাচনে ৪৭ টির
মধ্যে ৪০ টি,
দ্বিতীয় পর্যায়ে ৩৯টির
মধ্যে ২৫ টি
বিজেপি লাভ করবে। ১২৬ টি আসনে
জিততে ম্যাজিক ফিগার ৬৪ টি,
বিজেপি ইতিমধ্যে ৬৫ টি
পেয়ে গেছে। শচিনের মত সেঞ্চুরি
হাঁকাব, আর
টেনশন নেই। আজ গোলকগঞ্জে এক
নির্বাচনী সভায় একথা
বলেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর
স্বামী রবার্ট ভদ্রার কোভিড
পজিটিভ ধরা পড়েছে। তাই তিনি ভিডিও
কনফারেন্সের
মাধ্যমে ভাষণ দেন। ১৪ দিন
তিনি কোয়রেন্টনে থাকবেন। বিজেপি
সভাপতি জে পি নাড্ডা
আজ অসমে প্রচারে বলেন তরুণ গগৈ বদরুদ্দিনকে
বলেন, হু ইজ বদরুদ্দিন? অথচ পুত্র গৌরব গগৈ বদরুদ্দিনকে
নিজের করে নিয়েছেন। আজ
ভবাণিপুরে বদরুদ্দিন
সায়েবের পুত্র আব্দুর রহিম বলেন, উজানে বিজেপি আর নিম্ন অসমে ইউ ডি
এফ জোট ৯৫ শতাংশ
আসনে জিতবে। লুঙ্গি,
টুপি, দাড়ি, বোরখার সরকার হবে। তিনি
সিঁদুর পড়া মহিলাদের কথাও বলেন। বাস্তবে বদরুদ্দিন পুত্র কোনো
ভাষা জানেন না। বাংলা অসমীয়া
কোনো ভাষা তার জানা নেই। সে কি
যে বললেন, তা
নিজেই ভালো করে বলতে
পারবেন না। সেই এখন মুসলিম ভোটারদের কাছে
আল্লা, বদরুদ্দিন
সায়েব এখনো জন সভাগুলিতে বোতলের পানি
খাওয়াতে শুরু করেননি। তারপর গরিব
নিরক্ষর মুসলিম ভোটারদের
তালা চাবিতে ভোট দেওয়ার
ছুট শুরু হবে। বরাকের বড় খবর বিজেপি প্রার্থী
কৃষ্ণেন্দু পালের পত্নীর গাড়ি থেকে একই ভি মেশিন
পাওয়া গেছে বলে অভিযোগ এসেছে। চারজন পোলিং অফিসারকে সরিয়ে দেওয়া
হয়েছে। এদিকে, রাতাবাড়ি ১৪৯ বুথে পুনরায় ভোট হবে। কংগ্রেস নেতা রনদ্বীপ সূর্যেওয়ালা আজ
এখানে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। অমিত শাহ আজ
পশ্চিমবঙ্গে চোষে বেড়ান। তিনি বলেন, দিদি
যাবেন। ২০০-এর বেশি আসনে
বিজেপি জিতবে। বলেন, সরকার
আসার পর দুর্নীতি পরায়ণদের
জেলে পাঠানো হবে। মমতা প্রধানমন্ত্রীকে বলেন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রীঅমিত শাহকে কন্ট্রোল
করুন। নতুবা আপনার মুখে চুন কালি পড়বে।
কোন মন্তব্য নেই