Header Ads

এক পায়ে বাংলা জয়, দ্বিতীয় পায়ে দিল্লি জয় করবেন দিদি, অসমে ৪০ আসনে শেষ ভোট

অমল গুপ্ত, গুয়াহাটি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক পা নিয়েই বাংলা জয় করবেন পরে দ্বিতীয় পা নিয়ে দিল্লি জয় করবেন। তার এই মন্তব্য নিয়ে  কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর  কটাক্ষ,  দিদি আপনি পায়ের  ব্যান্ডিজটা খুলুন, প্রেসকিউশন তা দেখান। এক পায়ে চোট, তাই দিদি এক পায়েই বাংলা জয়-এর কথা বলেন। আজ  চুচড়াতে  এক সভায়  মমতা   বিজেপি নেত্রী লকেট  চট্টপাধ্যায়কে  আক্রমণ করে  বলেন, লকেট হচ্ছেন সারদার গলার লকেট।  টালিগঞ্জ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করে বিজেপি  সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ২০০র বেশি আসন পেয়ে বিজেপি বাংলা জয় করবে। দিদি তার হার স্বীকার করে নিয়েছেন।  সাংসদ জয়া  বচ্চন  বলেন, মমতা গণতন্ত্র রক্ষার জন্য লড়ে যাচ্ছেন। একনায়কতন্ত্রর বিরুদ্ধে লড়ছেন মমতা। সমাজবাদী দলের নেত্রী বচ্চন বলেন, তিনি নাটক করতে আসেননি। পশ্চিমবঙ্গের তিন জেলার ৩১ টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ করা হবে। ৬১৮টি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। প্রতি বুথের ২০০ মিটারের পর ১৪৪ ধারা জারি করা হবে। অপরদিকে, অসমে   তৃতীয় দফায় শেষ ভোট কাল। ৮৬ টি আসনে  ভোট  হয়ে গেছে। ৪০ টি আসনে ৩৩৭ জনের ভাগ্য  নির্ধারণ করবে। ৮৯ লাখের বেশি ভোটার  শেষ ভোট দেবেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী মন্ত্রী  চন্দন ব্রহ্ম, মন্ত্রী প্রমীলা  রানী ব্রহ্মভবেশ কলিতা প্রমুখ মন্ত্রীর  ভাগ্য   নির্ধারণ হবে। ১২ টি জেলার ৪০ টি আসনে  এই ভোটের নিরাপত্তা বিধানে  ব্যাপক  ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।  কোকড়াঝাড়ে মন্ত্রী প্রমিলা রানী   ব্রহ্মর বাড়ী  ভর্তি লোক দেখে পুলিশ সুপার তার  বাড়ি   যান। তার পি সি ও  নবজ্যোতি কলিতাকে  গ্রেফতার করা হয়। স্বপন নামে একজনের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সংবাদসূত্রে জানা গেছে। এক বরাকের সোনাই কেন্দ্রের ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে  পুলিশ জেরা করে বলে জানা গেছে। ধনহরিতে গুলি চালানোর  ঘটনার তদন্তে জেরা করা হয়।জন নিরাপত্তা  জোয়ানকে সাসপেন্ড করা হয় বলে সংবাদ সূত্রে জানা গেছে।  গতকাল ও আজ রাজ্যে বিভিন্ন  প্রান্তে জোর ঝড় তুফান হয়েছে। উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে ভূমিকম্প হয়েছে। গুয়াহাটি নগরীতে অনেক সড়ক ডুবেছে। কৃত্রিম বন্যাতে ভেসেছে। আজ  ও বৃষ্টি হয়েছে অনেক অঞ্চলে। কাল  আবহাওয়া  কেমন থাকে। অসম আন্দোলনের  অন্যতম   নেতা প্রাক্তন আই জি পি হিরণ্য কুমার   ভট্টাচার্য  ৮৬ বছর বয়সে চলে গেলেন।  আলফার সঙ্গে আলোচনার জন্য গঠিত পি সি জি-র অন্যতাম সদস্য ছিলেন  তিনি।  কুইপ  অপহৃত কর্মী  রামকুমারকে আলফা ছেড়ে দেয়। গতকাল  প্রণব গগৈকে ছাড়া হয়েছিল। আজ তার বিহারের খাগরিয়ার বাড়িতে  আনন্দর বন্যা বয়ে যায়। ৩১৬দিন বাদ দুজন  মুক্তি পান। আজ গোয়ালপাড়া বাড়িতে   ছত্রিশগরের  এম্বুশ নিহত  বীর শহিদ বাবুল রাভার মরদেহ নিয়ে আসা হয়। অপরশহীদ দিলীপ দাসের মরদেহ   কাল আনা হবে। আজ রাষ্ট্রয় মর্যদায় বাবুল রাভার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।  আগামীকাল কেরালা, পদুচেরি এবং তামিল নাড়ুর বিধানসভার নির্বাচন কাল অনুষ্ঠিত হবে। এই ভোটের আবহর মধ্যে সারা দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। দেশে ২৪ ঘন্টায়  এক লাখ ৬০ হাজার আক্রান্তের খবর পাওয়া গেছে। ৪৭৮ জন মারা গেছে। মহারাষ্ট্র লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজস্থান নাইট কারফিউ জারি করা হয়েছে। কর্ণাটক  মহারাষ্ট্র থেকে আসা কোনো  মানুষকে অসম গ্রহণ করবে  না, নেগেটিভ রিপোর্ট লাগবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অসমে পরিস্থিতি ক্রমশঃ  খারাপ হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৬৯ জন আক্রান্ত হয়েছে। জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সবকে মাস্ক পড়া ও দূরত্ব বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা করোনা নেই মাস্ক পড়তে হবে না বলায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.