করিমগঞ্জের ভোটের হার বৃদ্ধি পাঁচ কেন্দ্রে
নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় পাঁচটি বিধানসভার ভোট কর্মীদের ফেরার আগে আগে অর্থাৎ ১ এপ্রিল জেলায় ভোটের হার ছিল ৭৩.০২ শতাংশ। কিন্তু সব ইভিএম জমা দেওয়ার পর দেখা যায় ভোটের হার শতাংশ বেড়ে গেছে। বর্তমানে করিমগঞ্জ জেলায় ৭৭.৬৮ শতাংশ ভোট।
রাতাবাড়ি ৭৮.৬১ শতাংশ
পাথারকান্দি ৭৮.৫১ শতাংশ
উত্তর করিমগঞ্জ ৭৩.৮৯ শতাংশ
দক্ষিণ করিমগঞ্জ ৭৭.৭৯ শতাংশ
বদরপুর ৮০.২৬ শতাংশ
কোন মন্তব্য নেই