পশ্চিমবঙ্গের ৩০ টি কেন্দ্রর ভোটে যথারীতি হিংসা
কলকাতাঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচনে যথারীতি
হিংসা দিয়ে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে
হিংসা হবে না ভোট লুট হবে না তা ভাবা যায় না।
তাই আজ নন্দীগ্রামে হিংসা দিয়ে শুরু হয়েছে। উদয় শংকর দুবে নামে এক বিজেপি কর্মীকে হত্যা করে ঝুলিয়ে
দেওয়া হয়েছে। তৃণমূলের দিকে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাপট লক্ষ্য করা গেছে। বুথে
বুথে বিরোধীদের ঢুকতে দিচ্ছে না তৃণমূল বলে বিরোধীরা অভিযোগ করেছে।
বিজেপি প্রার্থী ভারতী ঘোষ এই অভিযোগ
করেছেন। তৃণমূল
প্রার্থী অভিনেত্রী
সায়ন্তিকা ভোটারদের মধ্যে টাকা বিলির ছবি টিভির পর্দায় স্পষ্ট দেখা গেছে। সবং, দেবরা,
সোনামুখী খড়গপুর প্রভৃতি এলাকা থেকে গন্ডগোলের খবর এসেছে। এবি পি আনন্দ সহ বিভিন্ন সংবাদপত্রের গাড়ি
আটকানোর অভিযোগ পাওয়া গেছে নন্দীগ্রাম থেকে। প্রতিকূল আবহওয়ার মধ্যে ২২ শতাংশের
বেশি ভোট পড়েছে বেলা ১১-৩০
পর্যন্ত। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারীর
বিরুদ্ধে। জোটের প্রার্থী সি পি এম দলের হোল
টাইমার কুলটির বাসিন্দা মাস্টার ডিগ্রীর মীনাক্ষী
মুখোপাধ্যায় তার প্রচারে মুল্য বোধ, সততা কি
জিনিস তা দেখাচ্ছেন। তাকে তৃণমূল নানাভাবে বাধা দিয়ে
আসছে। তার উপর
হামলার চেষ্টা হয়েছে। নির্বাচন
কমিশন তার নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা
করেছে। নন্দীগ্রামে তিনি যদি হেরে যান। মীনাক্ষী এমন এক
প্রতিবাদী কণ্ঠ যা পশ্চিমবঙ্গবাসীর গর্বিত হওয়া উচিত। যে পশ্চিমবঙ্গে
আজ অনক্ষয় শেষ পর্যায়ে পৌঁছে
গেছে। মুখ্যমন্ত্রীর মুখের ভাষা সারা বিশ্ববাসী শুনছেন
আর বলছেন, এই কি
রবীন্দ্র নাথের, নজরুলের বাংলার ভাষা?
কোন মন্তব্য নেই